You dont have javascript enabled! Please enable it! 1971.08.27 | চট্টগ্রামের সমাবেশে ফরিদ আহমেদ - সংগ্রামের নোটবুক

২৭ আগস্ট ১৯৭১ঃ চট্টগ্রামের সমাবেশে ফরিদ আহমেদ

কেন্দ্রীয় শান্তি ও কল্যাণ কমিটির সভাপতি ও পিডিপি ভাইস প্রেসিডেন্ট মৌলভি ফরিদ আহমেদ চট্টগ্রামের মুসলিম ইন্সটিটিউটে এক সমাবেশে বলেন পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ভারতীয় অভিসন্ধিকে প্রতিহত করার জন্য জনগনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন পাকিস্তানকে ধ্বংস করার ভারতের আন্তজার্তিক ষড়যন্ত্র ইতিমধ্যেই ব্যার্থ হয়েছে তাই তারা এখন অর্থনৈতিক কাঠামো ধ্বংসের মাধ্যমে দেশের ক্ষতি করছে। সকল নাগরিকের কর্তব্য হইল দেশপ্রেমিক সেনাবাহিনীকে সহায়তা করে অনুপ্রবেশকারীদের নির্মূল করা। তিনি সকল সক্ষম দেহী নাগরিক কে রাজাকার বাহিনীতে যোগদানের আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন এডভোকেট সিরাজুল ইসলাম এবং বক্তব্য রাখেন মওলানা হেফাজেতুর রহমান হাকিম আহমেদুর রহমান এবং আব্দুল আওয়াল চৌধুরী।