টহলদার বাহিনীর উপর পাক ফৌজের গুলি বর্ষণ
আগরতলা, ২২ সেপ্টেম্বর- গত ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় পাক বাহিনী তাহাদের আদা বি ও পি। হইতে আমাদের কমলপুর থানার গঙ্গানগরে বালিগাঁও বি ও পি’র টহলদার দলকে লক্ষ্য করিয়া এল এমজি ও দুই ইঞ্চি মর্টারের গুলি বর্ষণ করে।
গত ১৯ সেপ্টেম্বর ভােরে পাক বাহিনী আমাদের সিধাই পােস্ট বরাবর এলএমজি গুলি বর্ষণ করে। ইহার কয়েকটি বুলেট ভারতীয় এলাকায় আসিয়া পড়ে।
গত ১৮ সেপ্টেম্বর ও রাত্রি ১-১৫ হইতে ১-৩৫ এর মধ্যে ৪-৩০ হইতে ৪-৪৫ এর মধ্যে পাক বাহিনী। সিধাই থানার বিজয়নগরের আকাশে গােলা বর্ষণ করে।
সূত্র: জাগরণ
২৩ সেপ্টেম্বর, ১৯৭১