You dont have javascript enabled! Please enable it! 1971.12.24 | ইয়াহিয়ার বিদায় প্রেসিডেন্ট পদে ভুট্টো | দেশের ডাক - সংগ্রামের নোটবুক

ইয়াহিয়ার বিদায় প্রেসিডেন্ট পদে ভুট্টো

আগরতলা, ২০ ডিসেম্বর পাকিস্তানের জঙ্গিশাহীর প্রধান প্রেসিডেন্ট জেনারেল আগা মােহাম্মদ ইয়াহিয়া পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ও প্রধান সামরিক প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা জেড. এ ভুট্টো। উপ-রাষ্ট্রপতি হয়েছেন নুরুল আমিন।
ভুট্টো ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই জেনারেল পীরজাদাসহ ৬ জন জেনারেলকে অবসর গ্রহণ করিয়েছেন। এক বেতার ভাষণে ভারতের সাথে পরাজিত হওয়ার দুঃখে আবার যুদ্ধ করার হুমকি ছেড়েছেন।
এদিকে সারা পাকিস্তান জুড়ে তীব্র বিক্ষোভ দেখা দিয়েছে। সামরিক কর্তা ও জে. ইয়াহিয়ার কোর্ট মার্শাল দাবি করেছেন। এই বিক্ষোভের নেতৃত্ব করছেন গণ ঐক্য পরিষদ দলনেতা এয়ার মার্শাল আসগর খান ও নূর খান।
পাকিস্তানের ইতিহাসে ভুট্টোই প্রথম ব্যক্তি যিনি অসামরিক লোেক বরেণ্য সামরিক আইন প্রশাসক ও প্রেসিডেন্ট হলেন।

সূত্র: দেশের ডাক
২৪ ডিসেম্বর, ১৯৭১
০৮ পৌষ, ১৩৭৮