You dont have javascript enabled! Please enable it! 1975.08.25 | ঘটনাবলী - সংগ্রামের নোটবুক

২৫ আগস্ট ১৯৭৫ঃ ঘটনাবলী

২৪ তারিখে নিয়োগ পাওয়া সেনাপ্রধান পদে মেজর জেনারেল জিয়াউর রহমান দায়িত্ব গ্রহন করেন। সেনানিবাসে তিনি অফিসার জওয়ানদের উদ্দেশে ভাষণ দেন। সুবেদার মেজর আনিসুলকে তিনি বিশেষ দায়িত্ব দিয়ে তার কাছাকাছি রাখছেন।  মেজর জেনারেল খলিলুর রহমান চীফ অব ডিফেন্স স্টাফ পদে কার্যভার গ্রহন করবেন। তিনি তিন বাহিনী প্রধান। উপ সেনাপ্রধান পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার এরশাদ। তিনি দিল্লী থেকে এসে দায়িত্বভার গ্রহন করবেন। মেজর জেনারেল দস্তগির বিডিআর প্রধান হিসেবে যোগ দিয়েছেন।  জেনারেল ওসমানী রাষ্ট্রপতির প্রতিরক্ষা উপদেষ্টা পদে দায়িত্বভার গ্রহন করেছেন। তিনি বঙ্গভবনে অফিস করবেন।  দালাল আইনে গ্রেফতারকৃত ভাসানী ন্যাপ সাধারন সম্পাদক মশিউর রহমান মুক্তি পেয়েছেন।  সাম্প্রদায়িক উস্কানি রাষ্ট্র বিরোধী কার্যকলাপের জন্য গ্রেফতারকৃত বাংলা জাতীয় লীগ প্রধান অলি আহাদ মুক্তি পেয়েছেন।  ভাসানী মুজিব সরকারের সকল রাজনীতিবিদকে দুর্নীতির দায়ে বিচারের আহবান জানিয়েছেন এবং তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করার আহবান জানিয়েছেন। নোটঃ আওয়ামী লীগের এক তৃতীয়াংশ নেতা তখন মোস্তাকের অনুসারী। জিয়ার আমলে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্তদের প্রায় সকলেই ছিল মোস্তাকের সাথে। মোস্তাক নিজেও দণ্ডিত হন।