You dont have javascript enabled! Please enable it! 1971.07.01 | বাঙলাদেশে হত্যাকাণ্ড চলছেই | দৈনিক আনন্দবাজার পত্রিকা - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশে হত্যাকাণ্ড চলছেই

নিজস্ব সংবাদদাতা 

কৃষ্ণনগর, ৩০শে জুন-পাক জঙ্গীশাহীর হাতে এবার যারা প্রাণ দিল তারা স্বর্ণকার সম্প্রদায়ের ৩৫ জন। ফরিদপুর থেকে ৩০ কিলােমিটার দূরে ভাঙ্গা থানার অন্তর্গত ষন্ডী গ্রামে এই হতভাগ্যরা বাস করতেন। এই বীভৎস ঘটনার প্রত্যক্ষদর্শী একজন এখানে পৌঁছেছেন। তিনি সেই কালরাত্রির কথা বলছিলেন আর কান্নায় ভেঙ্গে পড়ছিলেন। তাঁর নিজের ভগ্নী ও বৌদির কি পরিণতি হয়েছে তাও তিনি জানেন না।এমাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত এই নারকীয় হত্যাকান্ডের পেছনেও রয়েছে পাক সেনাদল। মধ্যরাত্রে বর্বর পাক সেনারা চারদিক থেকে ঐ গ্রামটিকে ঘিরে ফেলে। সৈন্যরা ঘর থেকে টেনে টেনে লােকদের বের করে এবং স্থানীয় রামকৃষ্ণ আশ্রমের প্রাঙ্গণে তাঁদের জড়াে করে।সৈন্যরা প্রথমে ঘরে ঘরে লুটপাট চালিয়ে স্বর্ণালঙ্কার আত্মসাৎ করে। পরে সেই ঘরগুলিতে অগ্নিসংযােগ করে। ফেরার পথে পাক সৈন্যরা আটক গ্রামবাসীদের মেশিনগান দিয়ে হত্যা করে। ৩৫ জন নিহত হয়। রামকৃষ্ণ আশ্রমের মূর্তি পুড়িয়ে ফেলা হয়েছে। পুরােহিতকে হত্যা করা হয়েছে। আশ্রমটিও সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

Reference:

জুলাই ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা