গোপনে কিসিঞ্জারের চীন সফর (ভিডিও)
গোপনে কিসিঞ্জারের চীন সফর একাত্তরের জুলাই মাসে কিসিঞ্জার পাবলিকলি জানালেন ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্ডিয়া আর পাকিস্তান ভিজিট করবেন। কিন্তু পাকিস্তানে গিয়ে হঠাৎ কোন খবর নাই। জানা গেল অসুস্থ। কিন্তু আসলে তিনি গোপনে চীনে ভিজিট করে আসলেন। ডুব দেবার পর ১৫ জুলাই ওভাল অফিস থেকে টিভিতে তাকে দেখা গেল। ঘোষণা দিলেন যে আগামী বছর চীনে যাবেন প্রেসিডেন্ট নিক্সন।#Kissingers_secret_visit_to_China