You dont have javascript enabled! Please enable it! মুক্তিযুদ্ধ নিয়ে নার্গিস জাহাঙ্গীর (ভিডিও) - সংগ্রামের নোটবুক

মুক্তিযুদ্ধ নিয়ে নার্গিস জাহাঙ্গীর (ভিডিও)

সময় বড় বিচিত্র। বহতা নদী। কালের স্রোতে এক সময়ের সাড়া জাগানো নায়িকা আর বয়োবৃদ্ধ। তবু কণ্ঠের পুরোটা শক্তি দিয়ে বলে গেলেন বাংলার স্বাধীনতার কথা। যুদ্ধরত ভাইদের উৎসাহ দিতে ঘুরেছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। যেন তাঁরা নতুন উদ্যমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। এভাবেই যার যা কিছু ছিল সেভাবেই যুদ্ধে অংশ নিয়েছেন। বাংলাদেশ সরকার একাত্তরে তাঁর অবদানের জন্য তাঁকে সম্বর্ধনা দেয়।কৃতজ্ঞতা – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, #Friends_of_71 TeamTags: #সংগ্রামের_নোটবুক #Nargis_Jahangir