১৪ সেপ্টেম্বর, ১৯৭১ যৌথ আক্রমনের সিদ্ধান্ত
১নং সেক্টরের মুক্তিবাহিনীর সেনা অফিসারদের সাথে ভারতীয় পূর্বাঞ্চল সেনা কমান্ডার লেঃ জেনারেল জগজিৎ সিং অরোরার একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় গেরিলা ও ভারতীয় নিয়মিত সৈন্যবাহিনী নিয়ে একসাথে যুদ্ধ করার সিদ্ধান্ত হয়।
১ নং সেক্টর কমান্ডার ঃ মেজর রফিক, এডজুটেনট ক্যাপ্টেন এনাম, ফ্লাইং অফিসার সাখাওয়াত, সাব সেক্টর কমান্ডার লেঃ ফজলুর রহমান , ক্যাপ্টেন শামসুল হুদা বাচ্চু, সুবেদার আলি হোসেন ও আরেকজন সুবেদার
সংক্ষেপে পরিকল্পনাগুলো নিম্নরূপ –
১। যেগুলোতে পাকসেনা কম আছে সেগুলো আগে দখল করা
২। প্রতিশোধমূলক আক্রমণ চালানো এবং তাদের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করা
৩। পাকসেনাদের যোগাযোগ ব্যাবস্থা ধ্বংস করা
৪। গেরিলা কার্যক্রম বাড়ানো
ভারতীয় কমান্ডারের এই সিদ্ধান্ত ভারতীয় সরকারেরই সিদ্ধান্ত। ভারতীয় সেনাবাহিনী পাকবাহিনীর যে কোন আক্রমণের জন্য প্রস্তুত আছে।