১৩ সেপ্টেম্বর, ১৯৭১
কুয়ালালামপুর অনুষ্ঠিত কমনওয়েলথ পার্লামেন্টারী সম্মেলনে নিউজিল্যান্ডের প্রতিনিধি এইচ.সি. টেম্পেল্টন বলেন কমনওয়েলথ এবং যুক্তরাজ্যকে পূর্ব পাকিস্তানের নাগরিকদের অধিকার সংরক্ষণের জন্য অনুরোধ করছি। আমরা বিশ্বাস করি তাদের সরকার স্বীয় জনগণের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে সঠিক নীতি অবলম্বন করবে।’
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের কনফারেন্সে সাবেক কমনওয়েলথবিষয়ক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বটমলি শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে সব সরকারের প্রতি আহ্বান জানান। তিনি শেখ মুজিবকে পূর্ব পাকিস্তানের জনগণের জন্য কথা বলার একমাত্র ব্যক্তি বলে উল্লেখ করেন।