মুক্তিযুদ্ধে কাশ্মীরী যোদ্ধাদের অবদান
কাশ্মীরের মহারাজা হরি সিংহ ছিলেন ডগরা সম্প্রদায়ের। তার ছেলে যুবরাজ করন সিংহ ৭১ এ ইন্দিরা সরকারের মন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধে তার অবদান অনেক। ভারতের সেনাবাহিনীতে ডগরা সৈনিকদের নিয়ে গঠিত ডগরা ব্যাটেলিয়ন এবং আরেকটি হল জম্মু কাশ্মীর ব্যাটেলিয়ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩ ডগরা ব্যাটেলিয়নের যুদ্ধ ছিল অনেক আলোচিত। ব্যাটেলিয়ন গুলো যে এলাকায় যুদ্ধ করেছে তার বিবরন দেয়া হল। জামালপুর অক্ষে যারা ছিল তাদের ৮ ডিসেম্বর সরিয়ে নেয়া হয়।
৯ ডগরা ঝিনাইদহ কুষ্টিয়া
১৩ ডগরা যশোর খুলনা
১ জম্মু কাশ্মীর রাইফেলস যশোর খুলনা
৩ ডগরা ফেনী লাকসাম চাদপুর
২ ডগরা জামালপুর শেরপুর
১০ জম্মু কাশ্মীর রাইফেলস জামালপুর শেরপুর
এই ছয় ব্যাটেলিয়নের ১ মেজর সহ প্রায় শতাধিক সৈন্য নিহত হয়েছেন। মেজর আনুপ সিংহ গাহলাউত (লাকসামে ৩ ডিসেম্বর ১৯৭১ সালে নিহত)। তিনি বীরউত্তম সমমানের মহা বীরচক্র উপাধি পেয়েছিলেন।