You dont have javascript enabled! Please enable it!

২০ অক্টোবর ১৯৭৩ জাপান সফরের ৩য় দিনে বঙ্গবন্ধু (ভিডিও)

জাপান সফরের ৩য় দিনে তিনি ট্রেনে শিল্প শহর ওসাকা সফর করেন। ট্রেনেই তিনি কিছু দাপ্তরিক কাজ সেরে নেন। ওসাকায় তিনি জনতার বিপুল অভ্যর্থনা পান। ওসাকায় তিনি কিছু শিল্প প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখেন। ওসাকা থেকে কিটো হয়ে টোকিও ফেরার পথে ট্রেন থেকে ফুজি পর্বতের সৌন্দর্য উপভোগ করেন।

 

 

২০ অক্টোবর ১৯৭৩ | বঙ্গবন্ধুর ওসাকা ও কিয়াটো

ভিডিওঃ শুভ সকাল
জাপান সফরের ৩য় দিনে তিনি ট্রেনে শিল্প শহর ওসাকা ও সাংস্কৃতিক রাজধানী কিয়াটো সফর করেন। কিয়াটো পর্যটন নগরী। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এলাকা। সফরের শেষে কিয়াটোর পূর্বে টকুগাওয়ায় প্রাচীন রাজপ্রাসাদ পরিদর্শন করেন।