৭১ থেকেই যশোর কুষ্টিয়া পাবনা এলাকা ছিল মাওবাদী
নক্সালদের ( পূর্ব পাকিস্তান কম্যুনিস্ট পার্টি হক মতিন গ্রুপ) এলাকা। তাদের এ আধিপত্য অব্যাহত ছিল সর্বহারা নামে ১৯৯৬ পর্যন্ত। তারপরও থেমে ছিল না বিভিন্ন গ্রুপের নাম দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত ছিল আরও অনেক দিন। তাদের কর্মকাণ্ড কিরূপ ছিল এই নিউজ ক্লিপ (১৮ এপ্রিল ১৯৭৩) বলে দেয়। অবশ্য খোকসা কুমারখালির এমপি গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড ছিল নন নক্সাল গণবাহিনীর কাজ।
নোটঃ ২০০৩ সালে ম্যাজিস্ট্রেট হিসাবে আমার রাজবাড়ী – ঝিনাইদহ এবং রাজবাড়ী (পাংশা) -পাবনা সীমান্তে কয়েকশত পুলিশ নিয়ে রেইড দেয়ার অভিজ্ঞতা হয়েছিল।