You dont have javascript enabled! Please enable it!

তাজউদ্দীনের কিছু মুহূর্ত (ভিডিও)

ছোট্ট শিশুকে পেপারে ছাপা ছবিটি দেখালে সে বলে ওঠে, ‘মুজিব কাকু।” আপনারা যারা বাবা হয়েছেন একবার ভাবুন যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে আপনি পরিবারের খবর জানেন না যাদের মধ্যে ১ বছর বয়সী সন্তানটিও রয়েছে। আজকে অনেকে বলে বেড়ান দেশের জন্য অনেক ত্যাগ করেছেন। প্রচার করেন “দেশের জন্য আওয়ামীলীগ কিছুই করে নাই” – তারা কি জানেন যে ইতিহাসের বিচার যেদিন অনুষ্ঠিত হবে সেদিন আপনারা যারা নিজেদের মাইক নিজেরা বাজান তাদের অবস্থান কোথায় হবে?