You dont have javascript enabled! Please enable it! 1971.08.15 | লন্ডনের ট্রাফালগার স্কয়ারে পাকিস্তানীদের বৃহত্তম সমাবেশ - সংগ্রামের নোটবুক

১৫ আগস্ট ১৯৭১ঃ লন্ডনের ট্রাফালগার স্কয়ারে পাকিস্তানীদের বৃহত্তম সমাবেশ

লন্ডনের ট্রাফালগার স্কয়ারে পাকিস্তান সংহতি ফ্রন্ট ব্যানারে ১৫০০০ (রয়টার ৩০০০০ সংগ্রাম ১০০০০ ইত্তেফাক) পাকিস্তানী তাদের ইতিহাসের বৃহত্তম সমাবেশ করে। সমাবেশে অনেক বাঙ্গালীও ছিল। হাইড পার্ক থেকে মিছিল করে এখানে তারা সমাবেশ করে। ব্রিটেন সফররত পিডিপি ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট এর ভ্রাম্যমাণ দুত মাহমুদ আলী এ সমাবেশের প্রধান অতিথি ছিলেন। অন্যান্যদের মধ্যে ছিলেন আখতার সোলায়মান সোহরাওয়ারদী, ব্যারিস্টার এএম আব্বাস, ফ্রন্ট নেতা আবুল হায়াত, ব্রিটিশ এমপি টি টেইলর ও জন বিগস ডেভিডশন। সভায় মাহমুদ আলী বলেন ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে তার অশুভ চক্রান্ত অব্যাহত রাখে তবে তা ভারতের উপরই প্রত্যাঘাত করবে। আখতার সোলায়মান সোহরাওয়ারদী বলেন পাকিস্তানের শত্রু থাকা সত্ত্বেও পাকিস্তান ঐক্যবদ্ধ জাতি হিসেবে টিকে থাকবে।

জন বিগস বলেন একতরফা প্রচারনায় পাকিস্তানের গোলযোগের প্রকৃত ঘটনা ব্রিটেনবাসী জানতে পারেনি। তাই কাল্পনিক বাংলাদেশকে স্বীকার না করে ব্রিটেনের উচিত পাকিস্তান একটি সার্বভৌম দেশ তা স্বীকার করা। টেইলর বলেন সমগ্র ব্রিটেন বাসী পাকিস্তানকে ভালবাসে তাই তারা পাকিস্তানের বিভক্তি সমর্থন করবে না। অনুষ্ঠানটি ব্রিটেনের কোন সংবাদ মাধ্যমে প্রচার পায়নি তবে বিবিসি ৩০ সেকেন্ড প্রচার করে। সভায় লিফলেট বুকলেট ইত্যাদি বিতরন করা হয়। মিছিলে তার একটি গাড়ীর সামনে সাজিয়ে এক কিশোরকে প্রতীকী ইন্দিরা গান্ধী সাজিয়ে শহর ঘুরানো হয়।

 
নোটঃ ইয়াহিয়ার নির্দেশে মাস খানিক যাবত আখতার সোলায়মান সোহরাওয়ারদী লন্ডনে অবস্থান করে পাকিস্তানের পক্ষে প্রচারনা করে আসছিলেন ১ তারিখের বাংলাদেশের পক্ষে ৬০০০ লোকের সমাবেশের পর ইউরোপ সফররত মাহমুদ আলীকে সেখানে পাঠানো হয় এ ধরনের একটি পাল্টা সমাবেশ করতে।