You dont have javascript enabled! Please enable it!

সেপ্টেম্বর ১৯৭১ ইন্দিরা গান্ধী
ভারতীয় অধিকৃত কাশ্মীর এর পুঞ্চ এলাকা সফরে আসিয়া ইন্দিরা গান্ধী বলেন ভারত যে কোন হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। তার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আছে। গান্ধীর ক্ষমতা লাভের সাড়ে ৫ বছরে এই এলাকা প্রথম সফর। তিনি বলেন পূর্ব পাকিস্তানে যা ঘটছে তাতে ভারত চুপ করে বসে থাকতে পারে না। ৮০ লাখ শরণার্থীর বোঝা আর বহন করা সম্ভব নয়। তার দেশ তাদের পিছনে প্রতিদিন ১৪০০০০০ পাউনড অর্থ বেয় করে যাইতেছে। গতমাসে সোভিয়েতের সাথে চুক্তির পর ও তার দেশ জোট নিরপেক্ষ নীতি থেকে সরে দারাবে না। এই সময়ে কাশ্মীর কমান্ডের জিওসি লেঃ জেনারেল সান্ত সিংহ তার সাথে ছিলেন।