আগ্রাসী ষড়যন্ত্র
কলকাতা, ২৬ এপ্রিল (ইউএনআই) পূর্ব বাঙলায় পাকিস্তানী জঙ্গীশাহীর বর্বর আক্রমণের পশ্চাৎপটে
স্তানী সামরিক… নেতা জেনারেল হামিদ, জেড ভুট্টো ও চীনের ষড়যন্ত্রের একটি… আগ্রাসী পরিকল্পনা কিভাবে কাজ করেছে তার একটি চমকপ্রদ বিবরণ দেওয়া গিয়েছে দূর প্রাচ্যের একটি বিশিষ্ট পত্রিকার সংবাদদাতা রিপাের্টে।
আইপিএ এই সংবাদটি পরিবেশন করেছেন।
সংবাদদাতাটি জানিয়েছেন, ২৬ মার্চ বাঙলাদেশের বুকে ঝাঁপিয়ে পড়ার ঠিক ২ দিন আগ পর্যন্ত ইয়াহিয়া খান দ্বিধাগ্রস্ত মন নিয়ে মুজিবরের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন। এই পরিস্থিতিতে জেনারেল হামিদের রঙ্গমঞ্চে প্রবেশ সমস্ত ঘটনাটি আরাে ঘােরালাে… আক্রমণের ব্যাপারটিকে অনিবার্য করে তােলে।
জেনারেল হামিদ বাঙলাদেশের পাক থাবা বসাবার জন্য ১০ই মার্চ থেকেই সামরিক সাজ-সরঞ্জাম তৈরি করে ওৎ পেতে বসেছিলেন। কাজে জুটি ছিলেন জেড এ ভুট্টো এবং এদের পিছন থেকে মতলব ও অস্ত্র যােগাচ্ছিল চীন। এই চক্রটির… তলায় মতলব ছিল বাঙলাদেশ মুজিবের সঙ্গে ইয়াহিয়া খান… কোনাে সমঝােতায় আসেন তাহলে হামিদ খানের নেতৃত্বে সামরিক চক্র ইয়াহিয়াকে উৎখাত করে ভুট্টোকে গদীতে বসাবে। এটি আঁচ করতে পেরেই ইয়াহিয়া খান বাঙলাদেশ আক্রমণের ফরমান দাবী করেন।
অর্থাৎ সমস্ত আলােচনাটি… একটা ছল এ বিষয়ে সন্দেহ করার কোনাে অবকাশ নাই— পত্রিকাটির সংবাদদাতা মন্তব্য করেছেন।
এই প্রসঙ্গে আরাে জানা গেছে চীনের রাষ্ট্রদূত ভূট্টোর সঙ্গে ২৩ মার্চ বাঙলাদেশের বুকে আঘাত হানার ঠিক প্রক্কালে এর ২রা ও ৩রা এপ্রিলও দেখা সাক্ষাৎ করে সলাপরামর্শ করেছেন। জেনারেল ইয়াহিয়া খানের কাছে প্রেরিত এক গােপন বার্তায় চীনের পররাষ্ট্র মন্ত্রী চৌ-এন-লাই বলেছেন ভারত যদি বাঙলাদেশের ব্যাপারে কোনাে সমর্থন করে সে ক্ষেত্রে চীন পাকিস্তানকে জোরলাে সমর্থন দেবে। চীনের এই গােপন বার্তাটি এপ্রিল ২ তারিখে করাচির সান্ধ্য দৈনিক ডেলি নিউজে’ ফাঁস হয়ে যায়।
সংবাদদাতার রিপাের্টে বলা হয়েছে এই পরিকল্পিত আগ্রাসনের বিরােধিতা করেন বিমান বাহিনীর নুর খান ও আসগার খান। এই ২ জনের বক্তব্য ছিল বাঙলাদেশের উপর সামরিক আক্রমণের ফলে বাঙলাদেশ চিরকালের মত হাতছাড়া হয়ে যাবে।
সূত্র: কালান্তর, ২৭.৪.১৯৭১