বাঙলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য পােপ পলের আবেদন
নয়াদিল্লী, ২ জুন (ইউএনআই)- ৬ষ্ঠ পােন পল পূর্ব বাঙলায় শান্তির আবেদন জানিয়েছেন। বিবিসি এ সংবাদ দিয়েছে।
এক তারবার্তায় তিনি বলেছেন, সেখানকার ঘটনাবলী শুধুমাত্র এশিয়ার পক্ষেই বিপজ্জনক নয়, বিশ্বশান্তির পক্ষেও বিপজ্জনক।
মুহূর্তে যে সব দুঃখজকন ঘটনা আমাদের মনকে বিষন্ন করে তুলে পূর্ব বাঙলার মানুষের দুঃসহ… তার মধ্যে অন্যতম। এর কারণ আমাদের জানা। আমরা কি এর রাজনৈতিক ভালমন্দ বিচার করব না।”
তিনি বলেন, গত নভেম্বর ফিলিপাইন যাওয়ার পথে আমরা যখন ঢাকায় নামি তখন পূর্ব-বাঙলা বিধ্বংসী বন্যায় নিমজ্জিত তা তার মাত্র কয়েক মাসের মধ্যে এক ব্যাপক গৃহযুদ্ধ যার রূপ… ভয়ঙ্কর দেশের পূর্বাঞ্চলকে গ্রাস করেছে। পূর্ব পাকিস্তানের লােক সাহায্য করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন “কিন্তু তার থেকেও বেশি জরুরি যা হ’ল শান্তি প্রতিষ্ঠা করা।”
সূত্র: কালান্তর, ৩.৬.১৯৭১