শরনার্থী শিবিরে মুদ্রাবদল (ভিডিও)
শরনার্থী শিবিরে পাকিস্তানী রুপী বদলে ভারতের মুদ্রা নেবার দোকান খুলেছে কেউ কেউ। সাথে চাইলে রুটি কিনতে পারবেন। আজকে সবার পকেট গরম। সেটা বোঝা যায় ফেসবুকের অক্ষরের ঝালে। অনুদান পেয়ে নানান প্রোপাগান্ডায় মুখরিত বাংলার ফেসবুক। আমরা না হয় পেছনের ইতিহাস নিয়েই পড়ে রইলাম। তরুণ প্রজন্ম সবই বুঝবে। আজ বা কাল।