You dont have javascript enabled! Please enable it! 1971.09.23 | পাক নাশকতার সহিত স্থানীয় ভারতীয় নাগরিক জড়িত | জাগরণ - সংগ্রামের নোটবুক

পাক নাশকতার সহিত স্থানীয় ভারতীয় নাগরিক জড়িত
(বিশেষ সংবাদদাতা)

করিমগঞ্জ, ১৯ সেপ্টেম্বর ত্রিপুরার লাইফ লাইন করিমগঞ্জ- ধর্মনগর রেলপথের উপর পাকিস্তানি চররা বিশেষভাবে নজর দিয়াছে। সম্প্রতি এই পথে কয়েকবার অন্তর্ঘাতমূলক কার্যকলাপ অনুষ্ঠিত হইয়াছে।
আশ্চর্যের বিষয়, আমাদের নিরাপত্তা বাহিনীর কড়া প্রহরার মধ্যেই এইসব নাশকতামূলক কাজ পাকিস্তানি চরেরা নির্বিবাদে চালাইয়া যাইতেছে। এই সম্পর্কে বিভিন্ন মহলে অনুসন্ধান করিয়া বিশ্বস্ত সূত্রে জানা গিয়াছে পাকিস্তানি নাশকতামূলক কাজের সহিত জড়িত রহিয়াছে স্থানীয় এক শ্রেণীর ভারতীয় নাগরিক। এসব ব্যক্তিরা এতই সন্দেহাতীত যে, পুলিশ বা নিরাপত্তা বাহিনীর সাধ্য নাই তাহাদের আটক করে। ভারত পাকিস্তানি চরদের পিছনে রহিয়াছে স্থানীয় প্রভাবশালী লােকের গােপন হস্ত। সম্প্রতি নাশকতামূলক একটি ঘটনায় পুলিশ কুকুরের সাহায্যে আট ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনদিন হাজতে থাকার পর তাহারা প্রভাবশালী লােকের হস্তক্ষেপে জামিনে মুক্তি লাভ করে। এই ব্যাপারে জনমনে ক্ষোভের সঞ্চার হইয়াছে।

সূত্র: জাগরণ
২৩ সেপ্টেম্বর, ১৯৭১