You dont have javascript enabled! Please enable it! 1971.06.06 | শরণার্থী শিবিরগুলি থেকে কলেরা মহামারী আকারে ছড়াচ্ছে | কালান্তর - সংগ্রামের নোটবুক

শরণার্থী শিবিরগুলি থেকে কলেরা মহামারী আকারে ছড়াচ্ছে
৩ জুন পর্যন্ত ২ হাজারের মৃত্যু : ১০ হাজার বিভিন্ন হাসপাতালে

নয়াদিল্লী, ৫ জুন (ইউএনআই) পশ্চিমবঙ্গের শরণার্থী শিবিরগুলি থেকে কলেরা মহামারী আকারে দেশে ছড়িয়ে পড়েছে।
জনৈক সরকারী মুখপাত্র উপরােক্ত সংবাদটি আজ জানিয়েছেন। পশ্চিমবঙ্গের সবচেয়ে আক্রান্ত জেলাগুলি ২৪ পরগনা, নদীয়া ও মালদা।
পশ্চিমবঙ্গ হেলথ সার্ভিস ডাইরেক্টরের উদ্ধৃতি তুলে উক্ত সরকারী মুখপাত্রটি সাংবাদিকদের জানান ৩রা জুন পর্যন্ত ২ হাজার ব্যক্তি কলেরার কবলে প্রাণ হারিয়েছেন। এবং ১০ হাজারের মত কলেরা রােগীকে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে ও হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। বেশীর ভাগ ক্ষেত্রে বাঙলাদেশে থাকার সময়ই এই রােগ সংক্রামিত হয়েছে।
সরকার থেকে এই মহামারী প্রতিরােধের যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিশদ বিবরণ দিয়ে উক্ত মুখপাত্রটি জানান, কেন্দ্রীয় মুখ্যমন্ত্রী শরণার্থীদের জন্য আরাে বেশি পরিমাণে শিবির, মাখন তােলা গুঁড়াে দুধ ও যানবাহন অবিলম্বে সরবরাহ করার ব্যবস্থা নিচ্ছেন। বিভিন্ন রাজ্য ও প্রতিরক্ষা মন্ত্রক থেকে ট্রাক লরী ও ট্রেনার সংগ্রহ করে পানীয় জল সরবরাহ করার ব্যবস্থাও করা হচ্ছে।
এছাড়া পশ্চিমবঙ্গের হাসপাতাল গুলিতে ১৭১৩ টি আলাদা শয্যার ও অনুমােদন করা হয়েছে। রাজস্থান সরকার ৪ শত শয্যা বিশিষ্ট একটি চলমান হাসপাতাল এই কাজের জন্য দিয়েছেন। এটি উত্তর বঙ্গের ইসলামপুরে কাজ চালাচ্ছে। আরাে ৪টি চালমান হাসপাতাল মঞ্জুর করা হয়েছে বলে তিনি জানান।…

সূত্র: কালান্তর ৬.৬.১৯৭১