১৪ আগস্ট ১৯৭১ঃ কেনেডি কাউল ও গিরির সাথে সাক্ষাৎ করেছেন
পশ্চিম বঙ্গের উত্তরাংশ সফর করে বিশেষ বিমান যোগে সেখান থেকে ফিরে সিনেটর কেনেডি ভারতের পররাষ্ট্র সচিব টিএন কাউল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ভারতের প্রেসিডেন্ট ভিভি গিরির সাথে পৃথক পৃথক ভাবে সাক্ষাৎ করেছেন। বিমান বন্দরে কেনেডিকে স্বাগত জানান সহকারী পর রাষ্ট্র মন্ত্রী সুরেন্দ্র পাল। বিমান বন্দরে হাজার খানিক জনতা কেনেডিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। বিমান বন্দরে নিরাপত্তা জনিত কারনে রাষ্ট্রদূত কেনেথ কিটিং উপস্থিত ছিলেন না। কেনেথ কিটিং ৬৪ সালের নির্বাচনে নিউইয়র্কে কেনেডির কাছে হেরেছিলেন কেনেথ কিটিং। ভারতের জাতীয় দিবসে কেনেডিকে প্রধান অতিথি করা হবে বলে পত্রিকা গুলো উল্লেখ করে।