You dont have javascript enabled! Please enable it! 1971.08.13 | শান্তি কমিটির বিশাল মিছিল  - সংগ্রামের নোটবুক

১৩ আগস্ট ১৯৭১ঃ শান্তি কমিটির বিশাল মিছিল 

পাকিস্তানের ২৫ তম আজাদি দিবস উপলক্ষে শান্তি কমিটি ঢাকা শহরে বিশাল একটি মিছিল বের করে। বাদ জুমা সকল মসজিদ থেকে ছোট ছোট মিছিল বায়তুল মোকাররম মসজিদের দিকে ধাবমান বড় মিছিলে যোগ দেয়। এ সকল মিছিলে জাতীয় পতাকা ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল কারীরা পাকিস্তানের ঐক্য ও সংহতির পক্ষে স্লোগান দিতে দিতে অগ্রসর হয়। বিকেল তিনটা ৪০ মিনিটে মুল মিছিল শুরু হয়। মিছিলের সামনে ছিলেন খাজা খয়ের উদ্দিন, একিউএম শফিকুল ইসলাম, এটি সাদি, অধ্যাপক গোলাম সারওয়ার, অধ্যক্ষ রুহুল কুদ্দুস, শহর শান্তি কমিটি সভাপতি সিরাজ উদ্দিন, সাধারন সম্পাদক মনসুর আলী প্রমুখ। মিছিলের সামনের পুরোটাই ছিল দেশপ্রেমিক ৩০০০ সশস্র রাজাকার বাহিনী। রাজাকারদের ৩০০ ছিল ইউনিফর্ম পরা এবং ব্যাজ পড়া। মিছিলে কায়েদে আজম, শেরে বাংলা, সোহরাওয়ারদি, খাজা নাজিমুদ্দিনের ছবি ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করা হয়। মিছিলটি চকবাজারে গিয়ে শেষ হয়। 
(ছবি ৬ সেপ্টেম্বর ৭১ এর)