১৯ সেপ্টেম্বর জাপানী প্রতিনিধি দলের ভারত আগমন
নয়াদিল্লী ১৭ সেপ্টম্বর (ইউ এন আই)- জাপানের পার্লামেন্টের সদস্য চারজনের একটি প্রতিনিধি দল বাঙলাদেশের শরণার্থীদের শিবিরগুলি পরিদর্শনের জন্য ভারতে আসছেন। তারা শরণার্থীদের সমস্যা নিয়েও ভারত সরকারের সঙ্গে আলােচনা করবেন। আগামী ১৯ সেপ্টেম্বর জাপানী প্রতিনিধি দলটি কলকাতায় পৌছে শরণার্থী শিবিরগুলি দেখবেন। তিনদিন কলকাতায় থেকে তারপর তারা নয়াদিল্লী যাবেন। এখানেও তাঁরা তিনদিন থাকবেন। প্রতিনিধি দলে জাপানের বৈদেশিক বিষয়ক কমিটির চেয়ারম্যান শ্ৰীযােশিও সকুরাউচিও থাকবেন।
সূত্র: কালান্তর,১৮.৯.১৯৭১