You dont have javascript enabled! Please enable it! মুক্তিযুদ্ধকালীন ঈদসংখ্যা | একাত্তরের পত্রিকায় ঈদ - সংগ্রামের নোটবুক
“সংগ্রামী বাংলা” নামে একটি মুক্তিযুদ্ধকালীন পত্রিকা বিশেষ ঈদ সংখ্যার সম্পাদকীয়তে লেখে ‘এবারের ঈদকে আমরা বরণ করেছি ঈদ মোবারক হিসেবে নয় বরং সংগ্রামী ঈদ হিসেবে।’… বাংলার বুকে ঈদগাহে আজ মানুষ নেই কারণ পশুর সাথে মানুষেরা একত্রে নামায পড়তে পারিনা।’মুক্তিযুদ্ধের খবর জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, এমপির উপদেশ ও পৃষ্ঠপোষকতায় এ পত্রিকাটি প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন মোহাম্মদ ইমদাদুল হক। সংগ্রামী বাংলা প্রেস তেঁতুলিয়া হতে এমদাদুল হক কর্তৃক প্রকাশিত ও প্রচারিত। পত্রিকার বিনিময় মূল্য ১০ পয়সা, পৃষ্ঠাসংখ্যা ২ এবং কলামসংখ্যা চার এবং ছাপা ঝকঝকে ছিল। প্রথম প্রকাশ ও শেষ সংখ্যা কবে প্রকাশিত হয়, জানা যায়নি।
#সংগ্রামের_নোটবুক #মুক্তিযুদ্ধকালীন_ঈদসংখ্যা