You dont have javascript enabled! Please enable it! রৌমারীর বীরত্বগাঁথা (ভিডিও) - সংগ্রামের নোটবুক

রৌমারীর বীরত্বগাঁথা

মুক্তিযুদ্ধের ইতিহাসের বীরত্বগাঁথা রৌমারী ছাড়া লেখা যায়না। তৎকালীন জেলা রংপুরের এই থানায় পৌঁছে যায় বিদেশী সাংবাদিকের ক্যামেরা। মুক্তিযুদ্ধের কর্মকান্ড সযত্নে ধরে নিয়ে আসে। বিশ্বকে জানায় কী হচ্ছে, কীভাবে হচ্ছে, আর কী হতে যাচ্ছে। রক্তে দোলা দেয়া কিছু উপকরণ তাঁরা সংগ্রহ করে যান যা যুগে যুগে প্রেরণা হয়ে থাকবে সেইসব বীরের রক্তবাহী বাংলার তরুণ-তরুণীদের কাছে। Among the historical pearls of our liberation war, Rowmari, a thana of the then Rangpur District, has some exclusive chapters. Foreign journalists captured few of those moments that will inspire the nation generation after generation. #সংগ্রামের_নোটবুক #মুক্তিযুদ্ধে_রৌমারী #মুক্তিযুদ্ধে_রংপুর #মুক্তিযুদ্ধে_কুড়িগ্রাম #মুক্তিযোদ্ধাদের_ট্রেনিং