১০ আগস্ট ১৯৭১ঃ শেখ মুজিবের বিচার বন্ধে প্রভাব খাটানোর জন্য ২৪ টি দেশের রাষ্ট্রপ্রধানদের নিকট ইন্দিরা গান্ধীর বার্তা
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানের বিচার সম্পর্কে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ওপর প্রভাব বিস্তারের জন্য জাতিসংঘ মহাসচিব সহ ২৪টি দেশের রাষ্ট্রপ্রধানের প্রতি আবেদন জানান। দেশ গুলি হল মিশর, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, সিঙ্গাপুর, সোভিয়েত ইউনিয়ন, কানাডা, ফ্রান্স, ইতালি, সুইডেন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পশ্চিম জার্মানি, যুগোস্লভিয়া, হল্যান্ড, জাম্বিয়া, ঘানা সহ আরও কয়েকটি দেশ। বার্তায় গান্ধী উল্লেখ করেন বিদেশী আইনজীবী নিষিদ্ধ করে ক্যামেরা ট্রায়াল করে প্রহসন মুলক বিচার করে শেখ মুজিবকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। এ হত্যা সংগঠিত হলে পূর্ব বাংলার পরিস্থিতি আর খারাপ হবে। তাই আপনার কাছে আবেদন জানাচ্ছি যে এ অঞ্চলে শান্তি বজায় রাখার স্বার্থে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যাতে এ বিষয়ে বাস্তব দৃষ্টির পরিচয় দেন তার জন্য আপনি তার উপর আপনার প্রভাব কাজে লাগান।