You dont have javascript enabled! Please enable it! 1971.02.25 | একুশে ফেব্রুয়ারি | কালান্তর - সংগ্রামের নোটবুক

একুশে ফেব্রুয়ারি

বাংলা ভাষাকে যারা ভালােবাসেন, বাংলা দেশের ধূলিকণা যাদের মাথার মানিক, তারা জানেন ২১ ফেব্রুয়ারি তাঁদের বুকের কাছে কত বড় স্মৃতি। এমনই একটি ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদার জন্যে পূর্ব পাকিস্তানের তিন জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তে রচিত হয়েছিল বাংলা ভাষার মর্যাদার বুনিয়াদ। তাঁদের আত্মদানেই বাংলাভাষা পাকিস্তানের রাষ্ট্র ভাষা। এটা কোন প্রাদেশিকতার প্রশ্ন নয়, ভাষাগত আত্মনিয়ন্ত্রণ ও সংস্কৃতি রক্ষণের দাবি। অগ্নিযুগের বিপ্লবী বীর কমরেড হেমন্ত বসুর শবাধার নিয়ে যখন শােক-মিছিল চলছিল, অগণিত জনগণ রাস্তার দুইধারে ধৈর্যভরে অপেক্ষা করেছিলেন। নীরবতার মাধ্যমে তারা ধিকৃত করেছিলেন এই গুণ্ডাবাজির রাজনীতি। এটাও এক একুশে ফেব্রুয়ারি। ফ্যাসিবাদ যাতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, ছদ্ম-বামপন্থার আড়ালে উগ্র দক্ষিণপন্থা যাতে আত্মপ্রকাশ না করতে পারে, তার শপথ নিয়ে প্রজ্জলিত হােক আর এক একুশে ফেব্রুয়ারি।

সূত্র: কালান্তর, ২৫.২.১৯৭১