১০ আগস্ট ১৯৭১ঃ জুলফিকার আলী ভুট্টো এবং কাইউম খান ভারত সোভিয়েত চুক্তির সমালোচনা করেছেন।
জুলফিকার আলী ভুট্টো করাচীতে হিলাল ক্লিনিকে এক সাংবাদিক সম্মেলনে বলেন ভারত সোভিয়েত চুক্তি আক্রমণাত্মক এবং শত্রুতামুলক। ইহা শুধু পাকিস্তান নয় চীনের স্বার্থহানী করাও এর উদ্দেশ্য। তিনি বলেন সোভিয়েত ইউনিয়ন মধ্যপ্রাচ্য এ সুবিধা না করতে পেরে এখন ভারতের দিকে ঝুকছে। সোভিয়েত ইউনিয়ন চীন মার্কিন সম্পর্ক উন্নতির লক্ষন দেখে দিশেহারা হয়ে পড়েছে। তিনি হুমকি দিয়ে বলেন সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের যে কোন প্রকারের চুক্তিই হোক না কেন তাহাদের হুমকির মুখে বীর পাকিস্তানীগন কখনও মাথা নত করবে না। তিনি বলেন উক্ত চুক্তি সোভিয়েত ইউনিয়ন এর সাথে হিটলারের চুক্তির সমতুল্য। মুসলিম লীগ কাইউম সভাপতি কাইউম খান রাওয়ালপিন্ডিতে বলেন ভারত সোভিয়েত চুক্তির প্রতি যথাযথ লক্ষ্য রাখা উচিত। তিনি বলেন এ চুক্তির ফলে বুঝা যায় সোভিয়েত ইউনিয়ন ভারতের সকল অযৌক্তিক নীতি সমর্থন করে।