আওয়ামী লীগের ছয়দফা কর্মসূচী – জনতার রায়- শেখ মুজিবুর
নয়াদিল্লী ২৪ ফেব্রুয়ারি (ইউ এন আই) – পশ্চিম পাকিস্তানের যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা আওয়ামী লীগের ছয় দফা কর্মসূচীর বিরােধী তাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান দৃঢ়তার সঙ্গে বলেন যে জনতার রায় এই ছয় দফা কর্মসূচীকে স্তব্ধ করা যাবে না।
জাতীয় পরিষদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবর ছয় দফা কর্মসূচীর ভিত্তিতে সংবিধান রচনা করতে চান এবং তিনি জানান যে এ সম্পর্কে তিনি পশ্চিম পাকিস্তানের নেতাদের সঙ্গে আলােচনা করতে প্রস্তুত আছেন।
শেখ মুজিবুর রহমান আরও বলেন যে পূর্ণ প্রাদেশিক স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার দাবির প্রতি লক্ষ্য রেখেই জনগণ ছয় দফা কর্মসূচীর পক্ষে রায় দিয়েছে সুতরাং এই দাবির প্রতি পূর্ণ মর্যাদা দিতে হবে। ইতিমধ্যে আওয়ামী লীগ জাতীয় পরিষদের অধিবেশনের প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে। পরিষদের স্পীকার পদের জন্য আওয়ামী লীগ তার অন্যতম সহঃ সভাপতি খন্দকার মুস্তাক আহম্মদকে প্রার্থী মনােনীত করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে জাতীয় পরিষদে পশ্চিম পাকিস্তানের যে ৮টি দল প্রতিনিধিত্ব করছে তার মধ্যে ৫টি দল ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বয়কট করার জন্য শ্রী ভুট্টোর আবেদন অনুমােদন করে নি।
ভুট্টোর প্রস্তাব বিরােধী এই পাঁচটি দলের মধ্যে রয়েছে ও ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি (ওয়ালী খান) কাউন্সিল মুসলীম লীগ, কনভেনশন মুসলীম লীগ, জামাত উল উলেমা-ই পাকিস্তান এবং জামাত-ই-ইসলাম।
সূত্র: কালান্তর, ২৫.২.১৯৭১