বিমান চলাচল নিষেধাজ্ঞার বিরুদ্ধে
নিরাপত্তা পরিষদে পাকিস্তানের নালিশ
নয়াদিল্লী, ১৪ ফেব্রুয়ারি (ইউ এন আই) – ভারতের বিমান ছিনতাই ও গত ২ ফেব্রুয়ারি লাহাের বিমান বন্দরে সেই বিমান পুড়িয়ে ফেলার পর ভারতের উপর দিয়ে পাকিস্তানের সামরিক ও বেসামরিক বিমান চলাচল নিষিদ্ধ করার বিরুদ্ধে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নালিশ জানিয়েছে।
এই অভিযােগটি নিরাপত্তা পরিচ্ছেদের সভাপতির হাতে দিয়েছেন পাকিস্তানের প্রতিনিধি শ্রী আগা শাহী। বিমান ছিনতাইকারীদের পাকিস্তান সাহায্য করেছে ও আশ্রয় দিয়েছে বলে ভারতের অভিযােগকে এই পত্রে ভিত্তিহীন বলে জানান হয়েছে এবং এই কাজের কঠিন ফল ভােগ করতে হবে বলে ভারত পাকিস্তানকে শাসিয়েছে বলে অভিযােগ করা হয়েছে। ভারতের এই নিষেধাজ্ঞাকে পাকিস্তান আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ ও বৈরিতা বলে মন্তব্য করেছে।
সূত্র: কালান্তর, ১৫.২.১৯৭১