বাঙলাদেশ সম্পর্কে আলােচনার জন্য শরণ সিং বিদেশে গেলেন
নয়াদিল্লী, ৫ জুন (ইউএনআই) পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং আজ মস্কোর উদ্দেশ্যে এখান থেকে বােম্বাই অভিমুখে যাত্রা করেছেন।
যাত্রার ঠিক পূর্বে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, “বাঙলাদেশের গণহত্যা বন্ধ করার জন্য প্রতিটি জাতিকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
বাঙলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ব্যাপার তিনি বৃহৎ শক্তিগুলির সহযােগিতা আহ্বান করেন। শ্রী সিং ইউরােপ ও আমেরিকাও সফর করবেন। তার সফরের উদ্দেশ্য হল, অবিশ্রান্তভাবে শরণার্থীদের আগমন রােধে এবং তারা যাতে যতশীঘ্র সম্ভব স্বদেশে ফিরে যেতে পারেন তার জন্য সহযােগিতা চাওয়া। আগামী ২২ জুন তিনি ভারতে ফিরে আসবেন।
সূত্র: কালান্তর ৬.৬.১৯৭১