৭ আগস্ট ১৯৭১ঃ রাওয়ালপিন্ডিতে দলীয় কর্মীদের উদ্দেশে কাওসার নিয়াজি
পিপিপির তথ্য সম্পাদক মওলানা কাওসার নিয়াজি রাওয়ালপিন্ডিতে দলীয় কর্মীদের উদ্দেশে বলেন জনগনের শাসন প্রতিষ্ঠা বিঘ্নিত করার সকল প্রচেষ্টা ব্যার্থ হতে বাধ্য। তিনি দলের কর্মীদের গন বিরোধীদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহবান জানান। তিনি বলেন তার দলের চেয়ারম্যানের সাথে প্রেসিডেন্ট এর বৈঠক ফলপ্রসু হওয়ায় কতক রাজনৈতিক দলের ঈর্ষার কারন হয়ে দাঁড়িয়েছে ফলে তারা তাদের তৎপরতা বৃদ্ধি করেছে। তিনি বলেন রাজনীতির উপর বিধিনিষেধ থাকার কারনেই অখ্যাত এবং প্রত্যাখ্যাত রাজনীতিবিদরা প্রচারনা চালাবার সুযোগ পাচ্ছে। তিনি এই বিধিনিষেধ তুলে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সভায় পিপিপির নেতা ও এমএনএ হানিফ রামেও বক্তৃতা দেন। রামে অবিলম্বে জনগনের প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেয়ার দাবী জানান। তিনি আওয়ামী লীগের ৮৮ জন এমএনএ এর সদস্যপদ বহাল রাখায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশাপ্রকাশ করেন গনতন্ত্র প্রতিষ্ঠায় সরকারী কর্মসূচী সন্তোষ জনক ও সঠিক পথে অগ্রসর হবে।