You dont have javascript enabled! Please enable it! 1971.08.07 | বহাল এমএনএদের নাম ও তাদের অবস্থান- ১ - সংগ্রামের নোটবুক

৭ আগস্ট ১৯৭১ঃ বহাল এমএনএদের নাম ও তাদের অবস্থান- ১

প্রথম ১৫ জনের ৫ জন মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন। বাকীরা ৯ মাস মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন। 
কুড়িগ্রাম মহকুমাঃ ১) মাজহার হোসেন ইনচার্জ সাহেবগঞ্জ যুব শিবির, ২) সাদাকাত হোসেন ধুবরি যুব শিবির, রউমারি ও জেড ফোরস এর কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। 
গাইবান্ধা মহকুমাঃ ১) লুতফর রহমান মানকার চর শরণার্থী শিবির, ২) শাহ আব্দুল হামিদ ৭২ সালে স্পীকার কুচবিহার শরণার্থী শিবির, 
রংপুর মহকুমাঃ ১) ডাঃ সোলেমান মণ্ডল পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছিলেন তবে আর কিছু করেননি। ২) আজিজুর রহমান পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছিলেন তবে আর কিছু করেননি। ৩) নুরুল হক পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছিলেন তবে আর কিছু করেননি। 
নীলফামারী মহকুমাঃ আফসার আলী মণ্ডল মুক্তিযুদ্ধের সংগঠক ও কুচবিহারের দেওয়ানগঞ্জ যুব শিবির প্রধান। 
দিনাজপুর মহকুমাঃ ডাঃ ওয়াকিল মণ্ডল পশ্চিম প্রশাসনিক অঞ্চল পরিষদের সদস্য 
বগুড়া মহকুমা ঃ ১) আকবর আলি খান কালুরঘাট শরণার্থী শিবির প্রধান, ২) হাবিবুর রহমান জুন মাসে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেন। আগস্ট মাসে মুক্তিযোদ্ধারা তার বাড়ী আক্রমন করলে তার পিতা নিহত হন তিনি গুরুতর আহত অবস্থায় বেচে যান। ৩) ডাঃ জাহিদুর রহমান একটি যুব শিবিরের দায়িত্ব পালন করেন।