৫ আগস্ট ১৯৭১ঃ রজারস ভারত এবং পাকিস্তানে অতিরিক্ত সাহায্য পাঠাতে ব্যবস্থা করতে জাতিসংঘ যাচ্ছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজারস ভারত এবং পাকিস্তানে অতিরিক্ত সাহায্য পাঠাতে বেবস্থা করতে আগামী সপ্তাহে জাতিসংঘ যাচ্ছেন। প্রেসিডেন্ট নিক্সন ওয়াশিংটনে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। নিক্সন বলেন পূর্ব পাকিস্তান দুর্ভিক্ষের সম্মুখীন। প্রতিনিধি পরিষদে পাশ হওয়া প্রস্তাবের উপর মন্তব্য করতে গিয়ে তিনি বলেন এতা মানলে শরণার্থী সমস্যা আরও প্রকট রূপ ধারন করবে। তিনি বলেন তিনি পাকিস্তান সরকারকে সাহায্য অব্যাহত রাখতে চান। কারন পূর্ব পাকিস্তানের খাদ্য সমস্যা লাঘব হলে ভারতে শরণার্থী গমন কমে যাবে। নিক্সন বলেন আমরা পরিস্থিতির এমনভাবে উন্নয়নসাধন করতে চাই যাতে পূর্ব পাকিস্তানে খাদ্যাভাবের নিরসন ঘটে শরণার্থীদের ভারতে গমন হ্রাস পায় পাকিস্তানে রাজনৈতিক পরিস্থিতির যথার্থ ভাবে একটি রাজনৈতিক সমাধান হতে পারে। তিনি বলেন আমরা পাকিস্তান সরকারের উপর প্রকাশ্য ভাবে চাপ দিব না।