You dont have javascript enabled! Please enable it! 1971.08.05 | পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের উপর ১২৭ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করেছে - সংগ্রামের নোটবুক

৫ আগস্ট ১৯৭১ঃ পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের উপর ১২৭ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করেছে। 

এর সারাংশ হল পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করার ভারতীয় ষড়যন্ত্র প্রথম ধরা পরে ১৯৬৭ সনে। আগরতলা ষড়যন্ত্র মামলার সাক্ষীতে বিষয়টি প্রমানিত ছিল। ২য় পরিকল্পনা ৭১ এর ফেব্রুয়ারীতে এসময় তারা বিমান ছিনতাই এর মত সাজানো ঘটনার সৃষ্টি করে। ভারতের ফেব্রুয়ারী এর নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে ভারত সরকার ৫ ডিভিশন সৈন্য মোতায়েন করে পরিবেশ স্বাভাবিক থাকা সত্ত্বেও তারা সেনাবাহিনী সরিয়ে নেয়নি। পূর্ব পাকিস্তানে মার্চ এপ্রিল মাসে উদ্ধারকৃত ভারতীয় অস্র তাদের কুমতলব প্রমান করে। তারা নৌপথেও অবরোধের সৃষ্টি করেছিল। নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে তাদের যোগসাজশ প্রমানিত। তারা ভারতের আশ্রয়ে আছে এবং তাদের অনুগত বাহিনীকে ভারত প্রশিক্ষন দিচ্ছে।