You dont have javascript enabled! Please enable it! 1971.08.04 | ১৪ জন কূটনীতিক ও কর্মচারী পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের প্রতি আনুগত্য স্বীকার - সংগ্রামের নোটবুক

৪ আগস্ট ১৯৭১ঃ ১৪ জন কূটনীতিক ও কর্মচারী পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের প্রতি আনুগত্য স্বীকার

১। এনায়েত করিম- মিনিস্টার এট দ্যা এম্বেসী রাষ্ট্রদূত। আগা হিলালির পরই তিনি দুতাবাসের ২য় প্রধান ছিলেন। 
২। এ, এম, এ মুহিত (যুগ্ন সচিব)- ইকোনমিক কাউন্সিলর, পাকিস্তান এম্বেসী, ইউএসএ। ২১ জুলাই পাকিস্তান সরকারের কাছে পদত্যাগ দাখিল করে পর্যবেক্ষণে ছিলেন। একই সাথে তমঘা খেতাব বর্জন করেন। 
৩। শাহ আবু মোহাম্মাদ শামশুল কিবরিয়া- রাজনৈতিক কাউন্সিলর 
৪ । আতাউর রহমান চৌধুরী- এম্বেসী ফাইনান্স এন্ড একাউন্ট অফিসার 
৫। সৈয়দ মোয়াজ্জেম আলী- থার্ড সেক্রেটারী 
৬। আবু রুশদ মতিন উদ্দিন – শিক্ষা কাউন্সিলর
৭। এ এম শরফুল আলম – সহকারী এটাশে প্রশাসন 
৮। শেখ রুস্তম আলী – সহকারী এটাশে তথ্য 
৯।আব্দুর রাজ্জাক খান 
১০-১৩। কর্মকর্তা কর্মচারী