৩ আগস্ট ১৯৭১ঃ শেখ মুজিব এর বিচার নিয়ে ইয়াহিয়ার টেলিভিশন ভাষণ
পাকিস্তান টেলিভিশনে এক সাক্ষাত্কারে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান বলেন, শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতকতার জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং দেশের আইন অনুসরণ করেই তাঁর বিচার করা হবে। প্রেসিডেন্ট ইয়াহিয়া আরো বলেন, তিনি নির্বাচনে স্বায়ত্ত শাসনের জন্য লড়েছিলেন এবং জয়লাভ করেছিলেন। শেখ মুজিব দেশের বিরুদ্ধে বিদ্রোহই করেননি, তিনি সশস্ত্র সংগ্রামে অনুপ্রাণিত করেছেন। তিনি বলেন শেখ মুজিব তার প্রতিপক্ষ নয় তিনি কেবল কেয়ারটেকার সরকার মাত্র। তিনি বলেন তার কোন রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। একজন সৈনিক হিসাবে সাময়িক ভাবে সরকারের প্রতিনিধিত্ব করছেন। তিনি বলেন মুজিব যে অপরাধ করেছেন তা দেশের অন্যান্য অপরাধীর মতই বিচার হবে। তিনি বিদেশী সাংবাদিকদের বলেন আপনাদের দেশে অপরাধীদের কি করে থাকে?