৩ আগস্ট ১৯৭১ঃ ফকিরহাট থানায় নক্সাল হামলা
রাতে ৩০০ জন নক্সালের একটি দল বাগেরহাটের ফকিরহাট থানায় হামলা করে। পুলিশ পাল্টা জবাব দেয় এতে কয়েকজন নক্সাল নিহত হয়। নক্সালরা লাশ নিয়ে পালিয়ে যায়। পুলিশের কোন ক্ষয়ক্ষতি হয়নি। নক্সালরা বাহিরদিয়া এবং মানসা গ্রামেও আক্রমন করে। ৪০০ জনের নক্সালের একটি দল খুলনার ঘাটভোগ গ্রামে রূপসা বাগের হাট সড়কে পুলিশ রাজাকার ও সেনাবাহিনীর উপর আক্রমন করে।
(পূর্ব পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পাক্ষিক প্রতিবেদন। )