১ আগস্ট ১৯৭১ঃ কূটনীতিক মহিউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেছেন।
লন্ডনে পাকিস্তান দুতাবাসের দ্বিতীয় সচিব মহিউদ্দিন আহমেদ পাকিস্তান পক্ষ ত্যাগ করে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন। ১৭ আগস্ট বাংলাদেশ মিশন প্রতিষ্ঠিত হলে তিনি সে মিশনে যোগ দেন। তিনি লন্ডনের ট্রাফালগার স্কয়ারে সমাবেশে বাংলাদেশের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জ্ঞাপন করে পাকিস্তান পক্ষ ত্যাগ করেন। তিনি এপ্রিল থেকেই বাংলাদেশ একশন কমিটির সাথে লিয়াজো রেখে আসছিলেন।