শরণার্থী শিবিরে স্কুল খােলার প্রস্তাব
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ২১ জুন- বাঙলাদেশ থেকে আগত শরণার্থীদের শিবিরগুলিতে ১২৫টি স্কুল স্থাপন করা ও শরণার্থীদের মধ্য থেকেই শিক্ষক ও শিক্ষা কর্মী নিয়ােগের প্রস্তাব করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় বাঙলাদেশ সহায়ক সমিতির পক্ষ থেকে এই প্রস্তাবটি কেন্দ্রীয় সরকারের কাছে ব্যয়ভার বহনের জন্য পাঠানাে হয়েছে। প্রতি স্কুলে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত এক হাজার ছাত্র থাকবে। ১৬ জন শিক্ষক ও ৫ জন শিক্ষাকর্মী প্রতিটি প্রস্তাবিত স্কুলে নিযুক্ত হবেন। এই পরিকল্পনা কার্যকরী করতে ৭৯ লক্ষ টাকা ব্যয় হবে।
সূত্র: কালান্তর, ২২.৬.১৯৭১