২১ ফেব্রুয়ারী ১৯৬৩ঃ আজিমপুর কবরস্থানে শহীদ বরকতের মায়ের সাথে এনডিএফ এর আওয়ামী নেতৃবৃন্দ। ছবিতে যারা আছেন তারা সকলেই পরবর্তীতে প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা হয়েছিলেন। ছবিতে আছেন আতাউর রহমান খান (নিস্ক্রিয়), শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমেদ (আতাউর রহমানের পিছনে), ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক কেএম ওবায়দুর রহমান (শেখ মুজিবের পিছনে)। বাকীদের সনাক্ত করা যাচ্ছে না। অপর আরেকটি ছবিতে একই বছর নতুন শহীদ মিনার উদ্বোধন করছেন শহীদ বরকতের মা। রঙ্গিন আরেকটি ছবিতে ১৯৭৮ সালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ বরকতের মা।
নোটঃ শহীদ মিনারে দলীয় কর্মসূচী তখন লক্ষ্য করা যেত না। তবে কবর জিয়ারতে দেখা যেত।