২৯ জুলাই ১৯৭১ঃ ইয়াহিয়া জুলফিকার আলী ভুট্টো আড়াই ঘণ্টা বৈঠক
করাচীতে প্রেসিডেন্ট হাউজে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো এর মধ্যে আড়াই ঘণ্টার এক বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনাকালে প্রেসিডেন্ট এর তিন উপদেষ্টা সাথে ছিলেন। বৈঠক শেষে জুলফিকার আলী ভুট্টো সাংবাদিকদের বলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং বৈঠক আরও হবে। তিনি আলোচনার বিষয় প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তিনি কবি কিটস এর উদাহরন দিয়ে বলেন যে গান শোনা হয়েছে তা মধুর কিন্তু যে গান শোনা হয়নি তা মধুরতর। তিনি বলেন বৈঠক শেষ হলেও ইয়াহিয়া খান আমার দলের অপর সদস্য দের সাথেও আলাপ আলোচনা করেছেন। তিনি বলেন তিনি একক বৈঠকের চেয়ে দলীয় সদস্য সহ আলোচনায় স্বাচ্ছন্দ্য বোধ করেন।