২৭ জুলাই ১৯৭১ঃ বাংলাদেশকে কয়েকটি বেসামরিক প্রশাসনিক অঞ্চলে বিভক্তকরন
প্রবাসী সরকার ক্যাবিনেট বৈঠকে বাংলাদেশকে কয়েকটি বেসামরিক প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করেছে এগুলি হল অঞ্চল-১ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও ফেনী সদর দপ্তর সাবরুম অঞ্চল-২ ঢাকা কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর সদর দপ্তর আগরতলা অঞ্চল-৩ মৌলভীবাজার হবিগঞ্জ জেলা সদর দপ্তর ধর্মনগর অঞ্চল-৪ সুনামগঞ্জ সিলেট সদর দপ্তর ডাউকি অঞ্চল-৫ ময়মনসিংহ টাঙ্গাইল সদর দপ্তর তুরা অঞ্চল-৬ রংপুর সদর দপ্তর কুচবিহার অঞ্চল-৭ দিনাজপুর বগুড়া রাজশাহী সদর দপ্তর বালুরঘাট অঞ্চল-৮ পাবনা কুষ্টিয়া ফরিদপুর যশোর কৃষ্ণনগর সদর দপ্তর অঞ্চল-৯ বরিশাল পটুয়াখালী খুলনা সদর দপ্তর বারাসাত প্রত্যেক অঞ্চলে একটি করে জোনাল কাউন্সিল গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রত্যেক জোনের এমএনএ এমপিএরা এ পরিষদের সদস্য তারা একজন চেয়ারম্যান মনোনয়ন দিবেন। প্রত্যেক অঞ্চলে একজন করে আঞ্চলিক প্রসাশনিক কর্মকর্তা প্রবাসী সরকার মনোনয়ন দিবেন। প্রত্যেক জোনে শরণার্থী ক্যাম্প গুল তারা নজরদারি করবেন। তারা যুব শিবিরের কাজও তদারকি করবেন।