২৭ জুলাই ১৯৭১ঃ ভারত ও পাকিস্তান রাষ্ট্রদূতের সাথে উ‘থান্ট এর বৈঠক
জাতিসংঘ মহাসচিব উ‘থান্ট ভারত ও পাকিস্তান রাষ্ট্রদূতের সাথে দুই দেশের সীমান্তে অব্যাহত উত্তেজনা সম্পর্কে আলোচনার জন্য পৃথক পৃথক বৈঠকে মিলিত হন। নিরাপত্তা পরিষদের সভাপতি জেকুইস কোশসিউস্ক মরিজের দূতিয়ালিতে এ বৈঠক করেন। বৈঠকে পাকিস্তানী প্রতিনিধি আগা শাহী মরিজের কাছে লেখা উথান্তের পত্রের ব্যাখ্যা চান। তিনি বলেন নিরাপত্তা পরিষদে পাকিস্তান নিয়ে আলাপ আলোচনার জন্য সদস্য দেশ গুলির মধ্যে আলাপ চলছে। এ বৈঠকে তিনি উথান্তের কাছে পাক ভারত সীমান্তে পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে কথা বলেন। ভারতের প্রতিনিধি সমরসেন বলেন এখনও দৈনিক ৪৩০০০ শরণার্থী ভারতে প্রবেশ করছে। এভাবে চলতে থাকলে কিভাবে তারা পূর্ব পাকিস্তানে ফিরবে। তিনি বলেন বাংলাদেশে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পরই তারা বাংলাদেশে ফিরে যাবে।