একাত্তরের বন্ধু : চার্লস র্যাডফোর্ড ও জ্যাক অ্যান্ডারসন
প্রেসিডেন্ট নিক্সন তার স্মৃতিকথা মেমােয়ার্স অব রিচার্ড নিক্সন গ্রন্থে ১৯৭১-এ বাংলাদেশ-যুদ্ধ প্রসঙ্গে একজন নৌসেনার কথা উল্লেখ করেছেন। ইয়ােম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত এই নৌসেনা মার্কিন সরকারের একজন নিতান্তই অধস্তন কর্মচারী। তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রদ্রোহের মতাে গুরুতর। অভিযােগ তুলেছেন। শুধু অভিযোেগ তােলাই নয়, তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক শাস্তিরও নির্দেশ দিয়েছিলেন। যুবকটির অপরাধ: একাত্তরে বাংলাদেশে গণহত্যার সময় নিক্সন প্রশাসন যে পাকিস্তানের পক্ষাবলম্বন করছেন এবং কংগ্রেসের নিষেধাজ্ঞা অমান্য করে সে দেশের কাছে সামরিক অস্ত্র ও রসদ পৌছে দেওয়ার চক্রান্তে লিপ্ত, এই গােপন তথ্য ফাঁস করা। নিক্সনের নির্দেশে একটি আণবিক অস্ত্রবাহী যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে পাঠানাে হয়েছে, এই তথ্যও তার মাধ্যমে ফাস হয়েছিল। মার্কিন সাংবাদিক জ্যাক অ্যান্ডারসনের হাত হয়ে সে খবর সারা বিশ্বের মানুষের কাছে পৌছে যায়। নিক্সন লিখেছেন : (সবচেয়ে যা আপত্তিকর, তা হলাে) ভারত-প্রশ্নে আমাদের নীতির সঙ্গে (এই নৌসেনা) দ্বিমত পােষণ করে বলে কোনাে সংবাদপত্র সাংবাদিকের কাছে তথ্য পাচার করে দেবে, এই কাজ কোনােভাবেই গ্রহণযােগ্য নয়। যেকোনাে মূল্যেই হােক, এই অভ্যাস বন্ধ করতে হবে। কে এই যুবক? বাংলাদেশের ইতিহাস নিয়ে বিস্তর বইপত্র লেখা হয়েছে, কিন্তু কোথাও তার নাম বিশেষভাবে উল্লিখিত হয়েছে বলে মনে হয় না। একাত্তরের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ সেই যুদ্ধে নিক্সন প্রশাসনের বৈরী মনােভাব কিন্তু ইতিহাসের সেটি কেবল একটি দিক।
অন্যদিকে ছিল মার্কিন পররাষ্ট্র বিভাগের অসংখ্য কর্মী, মার্কিন তথ্যমাধ্যম ও মার্কিন কংগ্রেসের অধিকাংশ সদস্য। এঁরা প্রত্যেকেই একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু ছিলেন। সেই নৌসেনাও তাদের একজন। যুবকটির নাম চার্লস র্যাডফোর্ড। ১৯৭০-৭১ সালে তিনি ওয়াশিংটনে প্রথমে মার্কিন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল রেমব্রান্ডট রবিনসন এবং পরে রিয়ার অ্যাডমিরাল রবার্ট ওয়েল্যান্ডারের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সে। সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বপ্রাপ্ত ছিলেন হেনরি কিসিঞ্জার। ভিয়েতনাম ও সােভিয়েত ইউনিয়নের সঙ্গে শীতল যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ক্রান্তি। কালে এই দায়িত্ব গ্রহণ করেন কিসিঞ্জার। তার সভাপতিত্বে ওয়াশিংটন স্পেশাল অ্যাকশনস গ্রুপ (ডব্লিউএসএজি)নামের অত্যন্ত ক্ষমতাসম্পন্ন কিছু গােপনীয়। একটি কমিটি কূটনৈতিক ও সামরিক প্রশ্নে বিভিন্ন বিভাগের মধ্যে কর্মকৌশল। সমন্বয়ের দায়িত্ব পালন করত। সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও কিসিঞ্জারই ছিলেন সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু প্রথমে রবিনসন এবং পরে। ওয়েল্যান্ডার এই কমিটির সঙ্গে যৌথ সামরিক বাহিনী দপ্তর, বিশেষত তার। চেয়ারম্যান অ্যাডমিরাল টমাস মােরেরের সঙ্গে যােগাযােগের দায়িত্ব পালন। করতেন। নিরাপত্তা পরিষদের কর্মচারী হিসেবে এই কমিটিতে কূটনৈতিকভাবে। স্পর্শকাতর যে বিভিন্ন বিষয় আলােচনা হতাে, তার নথিপত্র কপি করার ও সংরক্ষণের দায়িত্ব ছিল র্যাডফোর্ড।
কিসিঞ্জার ও নিক্সন সম্পূর্ণ গােপনীয়তায় এবং অন্য কারও সঙ্গে মতবিনিময় ছাড়া যে কূটনৈতিক উদ্যোগগুলাে গ্রহণ করেন, অ্যাডমিরাল মােরের তার প্রবল সমালােচক ছিলেন। রবিনসন ও ওয়েল্যান্ডার উভয়েই কিসিঞ্জারের চেয়ে মােরেরের রাজনৈতিক মতাদর্শের প্রতিই অধিক। আস্থাবান ছিলেন। স্বল্পবাক ও প্রায় নীরব র্যাডফোর্ড কোনাে বাদ-প্রতিবাদ ছাড়াই। এদের দুজনের সব নির্দেশ পালন করতেন। সেসব নির্দেশের একটি ছিল এই। কমিটির এবং কিসিঞ্জারের বিভিন্ন গােপন নথিপত্রের কপি অ্যাডমিরাল মােরেরের। কাছে পৌছে দেওয়া। ১৯৭১-এর গােড়া থেকে ওয়াশিংটন স্পেশাল অ্যাকশনস গ্রুপের আলােচনার অন্যতম বিষয় ছিল বাংলাদেশ প্রশ্ন। এই যুদ্ধে নিক্সন ও হেনরি কিসিঞ্জার ভারত ও পাকিস্তানের প্রতি নিরপেক্ষ অবস্থান নিয়েছেন বলে দাবি। করলেও তারা আসলে যে পাকিস্তানের পক্ষে ঝুঁকে চলা নীতি অনুসরণ করছেন, এ কথা খুব অজ্ঞাত ছিল না। ঢাকায় ও নয়াদিল্লিতে মার্কিন কূটনীতিকেরা গণহত্যার প্রতিবাদ করে পাকিস্তানের প্রতি কঠোর হতে বারবার অনুরােধ জানিয়েছেন। তার কোনােটাই কাজে লাগে নি। উল্টো ঢাকায় মার্কিন কনসাল জেনারেল আরচার ব্লাডকে বদলি করে সদর দপ্তরে নিয়ে আসা হয়। দিল্লিতে রাষ্ট্রদূত কিটিংকে কিসিঞ্জার ডেকে এনে কষে বকে দেন। মার্কিন কংগ্রেসের একাধিক প্রভাবশালী সদস্য, যেমন সিনেটর কেনেডি, বাংলাদেশ প্রশ্নে নিক্সন প্রশাসনের ভূমিকার কঠোর সমালােচনা করে বিবৃতি দিয়েছেন কয়েকবার। কংগ্রেসে সে মর্মে প্রস্তাব উঠেছে একাধিক পাকিস্তানে মার্কিন অস্ত্র পাঠানাে যাবে না, মার্কিন কংগ্রেসের এই নিষেধাজ্ঞা অমান্য করে নিক্সন প্রশাসন যে সামরিক অস্ত্র ও সরঞ্জাম পাঠানাে অব্যাহত রেখেছে, মার্কিন পত্রপত্রিকায় সে খবরও নিয়মিত বেরিয়েছে।
কিন্তু তার পরও নিক্সন ও কিসিঞ্জার তাদের ভারতবিরােধী ও পাকিস্তানের প্রতি ঝুঁকে চলা নীতি বদলাননি। কিসিঞ্জার পরে আত্মপক্ষ সমর্থন করে লিখেছেন, নিক্সন অভিজাত বংশীয় ইন্দিরাকে ব্যক্তিগতভাবে অপছন্দ করতেন। সম্ভবত তার সামনে কিছুটা হীনম্মন্যতায়ও ভুগতেন তিনি। অন্যদিকে সেনা অফিসার ইয়াহিয়ার সামনে তিনি স্বাচ্ছন্দ্যবােধ করতেন। নীতিগত কারণেও নিক্সন প্রশাসন পাকিস্ত ানের প্রতি নমনীয় অবস্থান গ্রহণ করে। কিসিঞ্জার দাবি করেছেন, একাত্তরে বাংলাদেশ যুদ্ধের সময় ইয়াহিয়ার মাধ্যমে চীনের সঙ্গে গােপন দূতালির কাজ চলছিল সে কারণে ইয়াহিয়াকে চটাতে চাননি তারা। অন্য কারণ, কিসিঞ্জারের দাবি অনুসারে, ইন্দিরা সরকার বাংলাদেশে রাজনৈতিক অসন্তোষকে ব্যবহার করে পাকিস্তানকে বিভক্ত করতে এবং সম্ভব হলে পশ্চিম পাকিস্তানকেও নিজের দখলে আনতে চেয়েছিল। তা ঠেকানাের জন্যই তারা পাকিস্তানের পক্ষাবলম্বন করেন। এসব দাবির প্রতিটিই যে অসার, তা অবশ্য কিসিঞ্জারের একাধিক সহকর্মী সবিস্তরে ব্যাখ্যা করেছেন। ৩ ডিসেম্বর ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হলে ইরান ও জর্ডান হয়ে মার্কিন যুদ্ধবিমান যাতে পাকিস্তানে পাঠানাে হয়, নিক্সন-কিসিঞ্জার জুটি এমন একটি গােপন ও বেআইনি পদক্ষেপ নেন। যুদ্ধে ভারতের বিপক্ষে চীনকে লেলিয়ে দেওয়ার চেষ্টার চালান তারা। কিন্তু যুদ্ধের ফলাফল দ্রুত পাকিস্তানের বিপক্ষে চলে যাচ্ছে দেখে নিক্সন তার তুরুপের তাসটি চাললেন।
১০ ডিসেম্বর তিনি নির্দেশ পাঠালেন মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরে পাঠাতে গােপন নির্দেশ, কিন্তু নিক্সনের সঙ্গে সলাপরামর্শ করে কিসিঞ্জার নিজে পত্রপত্রিকার কাছে ফাস করে দিলেন, পূর্ব পাকিস্তানে আটকে পড়া মার্কিন নাগরিকদের রক্ষার উদ্দেশ্যে সে নৌবহর পাঠানাে হয়েছে। এ কথা বোেঝা খুব কঠিন ছিল না যে মার্কিন নাগরিক উদ্ধার নয়, আসল লক্ষ্য ছিল ভারতকে আণবিক অস্ত্রের ভয় দেখানাে ও সােভিয়েত ইউনিয়নকে সংযত রাখা। নিক্সন প্রশাসন যে পাকিস্তানের প্রতি ঝুঁকে চলা নীতি অনুসরণ করছে, সে কথা কাগজ-কলমে, প্রথম ফাস করেন ওয়াশিংটন পােস্ট পত্রিকার কলাম লেখক জ্যাক অ্যান্ডারসন। ১৩ ডিসেম্বর তার নিয়মিত কলাম ‘মেরি গাে-রাউন্ড’-এ তিনি প্রথমবারের মতাে জানালেন নিক্সন প্রশাসনের দুমুখাে নীতির কথা। ১৫ ও ১৬ তারিখে স্পেশাল গ্রুপের গােপন নথি থেকে উদ্ধৃতি দিয়ে তিনি জানালেন, ভারতপাকিস্তান যুদ্ধে নিরপেক্ষ থাকার যে কথা নিক্সন দাবি করে আসছেন, তা ডাহা মিথ্যা প্রমাণ হিসেবে কিসিঞ্জারের স্পেশাল অ্যাকশন গ্রুপের বৈঠকে তার কথা অবিকল উদ্ধৃত করে জানালেন, প্রেসিডেন্ট তাকে (কিসিঞ্জার) নির্দেশ দিয়েছেন, পাকিস্তানের প্রতি ঝুঁকে চলতে। প্রেসিডেন্ট আগুন হয়ে আছেন। তিনি চান না আমরা (ভারত ও পাকিস্তানের প্রতি) সমমনা মনােভাব নিয়ে কাজ করি। প্রতি আধ ঘণ্টা পরপর তিনি আমাকে ধমক দিয়ে বলছেন যে ভারতের ব্যাপারে আমরা যথেষ্ট শক্ত হচ্ছি না।
তিনি চান আমাদের নীতি পাকিস্তানের দিকে ঝুঁকে চলুক।’ অ্যান্ডারসনের ফাস করা সবচেয়ে মারাত্মক তথ্য ছিল সপ্তম নৌবহরের। বঙ্গোপসাগরমুখী অভিযান। মার্কিন নাগরিকদের রক্ষায় এই নৌবহর পাঠানাের উদ্দেশ্য মােটেই নয়। সপ্তম নৌবহরের পাল্টা হিসেবে সােভিয়েত ইউনিয়ন থেকেও পাঠানাে হয়েছে আণবিক রণতরী গােপন সূত্রে প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে অ্যান্ডারসন জানালেন, মস্কো ভারত সরকারকে এই বলে আশ্বাস দিয়েছে ভারত মহাসাগরে সােভিয়েত আণবিক নৌবহর রয়েছে। তারা কিছুতেই বিনা বাধায় মার্কিন রণতরী বঙ্গোপসাগরে ভারতের বিরুদ্ধে আগ্রাসী অভিযানে জড়াতে দেবে না। অ্যান্ডারসন এও জানালেন, সােভিয়েতরা আশ্বাস দিয়েছেন, চীন যাতে মার্কিন উসকানিতে এই যুদ্ধে পাকিস্তানের পক্ষাবলম্বন না করে, সে জন্য তারা প্রয়ােজনমতাে ব্যবস্থা নেবে ও চীন-সােভিয়েত সীমান্ত বরাবর অতিরিক্ত সেনা মমাতায়েন করবে। সরকারি নথিপত্র থেকে উদ্ধৃতি দিয়ে অ্যান্ডারসন স্পষ্ট অভিযোেগ তুললেন, পাকিস্তানের পক্ষাবলম্বন করতে গিয়ে নিক্সন প্রশাসন সােভিয়েত ইউনিয়নের সঙ্গে আণবিক যুদ্ধে জড়িত হওয়ার মতাে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে এক প্রতিবেদনে তিনি লিখলেন, পৃথিবী আরেক মহাযুদ্ধের মুখােমুখি হয়ে পড়েছিল, কিন্তু নিক্সন প্রশাসন এ দেশের মানুষকে সে কথার বিন্দুবিসর্গও জানায়নি। গােড়ার দিকে খুব বেশি লােক জ্যাক অ্যান্ডারসনের ফাস করা তথ্যের প্রতি তেমন নজর দেয়নি। তিনি নিজেও কিছুটা রয়েসয়ে তথ্য ফাঁস করছিলেন। তার চেষ্টা ছিল, প্রকাশিত খবরের সূত্র কী, তা যেন কোনােভাবেই প্রকাশিত না হয় । কিন্তু সে নথি সত্যি, না তাঁর বানানাে- এমন প্রশ্ন উঠলে অ্যান্ডারসন একাধিক।
সাংবাদিককে ডেকে তার কাছে সংরক্ষিত নথিপত্রের কপি মেলে দেখালেন। ডিসেম্বরের শেষ দিন অ্যান্ডারসনের কাছে রাখা গােপন নথি পরখ করার পর। নিউইয়র্ক টাইমস তাদের প্রথম পাতাজুড়ে এক দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করে। জাতীয় নিরাপত্তা পরিষদের গােপন বৈঠক, সেখানে কী আলাপ হয়েছে, পরিষদের বাইরে হাতেগােনা লােক ছাড়া তা কারও ঘুণাক্ষরেও জানার কথা নয়। গােড়ার দিকে নিক্সন ও কিসিঞ্জার দুজনই অ্যান্ডারসনের প্রতিবেদন উপেক্ষা করার। সিদ্ধান্ত নিয়েছিলেন। নিক্সনের সঙ্গে অ্যান্ডারসনের বিরােধ পুরােনাে। তার কলামে। অ্যান্ডারসন নিয়মিতই প্রশাসনিক নানা অনিয়মের অভিযােগ তুলে নিক্সনের। গাত্রদাহের কারণ হয়ে উঠেছিলেন। এর আগের বছরেই প্রেসিডেন্টের পেনশন। ভাতা বৃদ্ধির গােপন চেষ্টা বিষয়ে তার একটি প্রতিবেদন নিক্সনের রােষের কারণ হয়। এমনকি প্রেসিডেন্টের নির্দেশে অ্যান্ডারসনের পেছনে গােয়েন্দা বসানাে হয়, ফোনে আড়ি পাতার ব্যবস্থা হয়। ওয়াশিংটন পােস্টে পাক-ভারত প্রশ্নে তার প্রথম কলাম ছাপা হতে না হতেই নিক্সন কড়া নির্দেশ পাঠালেন, যেভাবেই হােক। অ্যান্ডারসনকে মিথ্যুক প্রমাণ করতে হবে। এ নিয়ে একটা কথাও বলার দরকার নেই। কেউ প্রশ্ন করলে সৰ কথা সরাসরি অস্বীকার করবে’, নিক্সন কিসিঞ্জারকে ডেকে নির্দেশ দিলেন। কিন্তু নিউইয়র্ক টাইমসের মতাে পত্রিকার পাতায় সে খবর ছাপা হতে না হতে হােয়াইট হাউসে হুলুস্থুল কাণ্ড শুরু হয়ে গেল।
একে তাে প্রেসিডেন্ট ও তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে মিথ্যাবাদী বলা হয়েছে, তার ওপর জাতীয় নিরাপত্তা পরিষদের গােপন নথি ফাঁস হয়ে যাচ্ছে। এর একটা। জুতসই জবাব না দেওয়া গেল প্রেসিডেন্ট চূড়ান্ত বিব্রতকর অবস্থায় পড়বেন। অ্যান্ডারসন কিসিঞ্জারকে সরাসরি উদ্ধৃত করে প্রতিবেদন ছেপেছেন, তা উপেক্ষা করার উপায় নেই। ৩ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কিসিঞ্জার জানালেন, তার কথার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। তার সে কথার জবাব হিসেবে। অ্যান্ডারসন টিভি ক্যামেরার সামনে গােপন নথির কপি তুলে দেখালেন দেখুন ‘টপ সিক্রেট’ লেখা সরকারি সিল পর্যন্ত রয়েছে’-হাসতে হাসতে বললেন। অ্যান্ডারসন। ততদিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। পাকিস্তান বিভক্ত হয়েছে বটে কিন্তু পশ্চিম পাকিস্তানকে গিলে খায়নি ভারত, যে ভয়ের কথা বলে কিসিঞ্জার ও নিক্সন উভয়েই বারবার তাঁদের পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া নীতির পক্ষে সাফাই গেয়েছেন। সে নীতি নিয়ে সাফাই গাওয়ার আর নতুন কোনাে প্রয়ােজন নেই, তা উপলব্ধি করে নিক্সন এবার তার কৌশল বদলালেন। আগে বলা হয়েছিল অ্যান্ডারসন তাদের কথার বিকৃত ব্যাখ্যা করেছেন। এবার বলা শুরু করলেন। জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত গােপন নথি হাতিয়ে এবং তা ফাস করে অ্যান্ডারসন দেশের নিরাপত্তা বিঘ্নিত করেছেন। শুধু অ্যান্ডারসন নয়, যারা এসব নথি ফঁসের সঙ্গে জড়িত, তারা সবাই এ ভয়াবহ অপরাধের সঙ্গে যুক্ত। তিনি কবুল করলেন গােপন নথি ফাঁস হওয়ার ফলে তাঁর সরকার ব্রিত হয়েছে। কিন্তু যারা এভাবে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার মতাে হঠকারী কাজ করতে পারেন, তারা শাস্তিযােগ্য অপরাধ করেছেন। তাদের কার্যকলাপ, নিক্সনের কথায়, ‘অসহ্য’।
অন্যদিকে কিসিঞ্জার যুক্তি দেখালেন নিক্সন প্রশাসনের অনুসৃত নীতির জন্য নয়, সরকারি নথি ফাঁসের ফলেই ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছে। অ্যান্ডারসনের কাছে অবশ্য সে অভিযােগের জবাব মজুদ ছিল। তিনি ওয়াশিংটন পােস্টে তার নিয়মিত কলামে লিখলেন, তার হাতে যেসব গােপন নথি এসেছে তার সবগুলােই গােপনীয়’ কিন্তু এর কোনােটিতেই জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কিছু ছিল না। গােপনীয় এই সিল দিয়ে আসলে সত্য গােপন রাখার চেষ্টা হয়েছে, আমাদের দেশের নেতারা যে কী রকম ভুল করতে পারেন, তা লুকিয়ে রাখাই এসব সিল-ছারের একমাত্র উদ্দেশ্য। জাতীয় নিরাপত্তা নয়, কিছু উচ্চপদস্থ কর্মকর্তার চাকরির নিরাপত্তাই, এই নথিপত্র ফাঁস হওয়ায় হুমকির সম্মুখীন হয়েছে।’ জানুয়ারির মাঝামাঝি নিক্সন প্রশাসন থেকে প্রথমবারের মতাে স্বীকার করা হলাে, অ্যান্ডারসনের ফাস করা তথ্যে মিথ্যা কিছু ছিল না। হােয়াইট হাউসের মুখপাত্র রােনাল্ড জিগলার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, কীভাবে এসব গােপন নথি ফাঁস হলাে তা খতিয়ে দেখার জন্য প্রেসিডেন্ট নিক্সন প্রশাসনিক তদন্তের নির্দেশ দিয়েছেন। নিক্সন বা কিসিঞ্জার কেউই তখন পর্যন্ত জানেন না এই তদন্তের ফলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে পারে। অ্যান্ডারসন কখনাে স্বীকার করেননি সরকারি গােপন নথি তিনি কীভাবে, কার কাছ । থেকে পেয়েছিলেন। ইনভেস্টিগেটিভ রিপাের্টার হিসেবে নিজের তথ্যসূত্র প্রকাশ করা নীতিবিরুদ্ধ। তার স্মৃতিকথা ‘পিস, ওয়্যার অ্যান্ড পলিটিক্স গ্রন্থে তিনি সেই সূত্রকে শুধু ‘সাের্স’ বলে উল্লেখ করেছেন।
সেই সাের্সের পক্ষে নিক্সন প্রশাসনের মিথ্যাচার ও দ্বিচারিতা সহ্যের বাইরে চলে গিয়েছিল। নিজ থেকেই তিনি অ্যান্ডারসনকে ফোন করে তথ্য হাতবদলের প্রস্তাব রাখেন। অ্যান্ডারসন লিখেছেন: সেই সাের্স হােয়াইট হাউসের কাছে এক ওষুধের দোকানে আমাকে আসতে আমন্ত্রণ জানালেন। ঠিক হলাে আমরা দুজনেই এমন ভাব দেখাব যেন ক্রিসমাস কার্ড বাছাই করছি। হলিউডি কায়দার ‘স্পাই গেম খেলা আমার চরিত্রবিরুদ্ধ। কিন্তু আমার সাের্স যে নিক্সন প্রশাসনের একজন পদস্থ কর্মকর্তা ছিলেন, তিনি জানতেন টেলিফোনে কথাবার্তা সব সময় নিরাপদ নয়। কার্ড দেখার ভান করার এক ফাকে তিনি বিড়বিড় করে বললেন, নিক্সন প্রশাসন বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সামরিক নৌবহর প্রেরণ করেছে। উদ্দেশ্য, পাক-ভারত যুদ্ধে হস্তক্ষেপ করা। (অথচ) সেই যুদ্ধে নিক্সন প্রশাসন নিরপেক্ষ’ বলে বারবার ঘােষণা দিয়েছে। সেই সাের্সের কাছ থেকেই অ্যান্ডারসন জানতে পারলেন ‘টাস্কফোর্স ৭৪’ নামের সেই নৌবহরের মূল লক্ষ্য বঙ্গোপসাগরে সােভিয়েতদের লক্ষ্য করে। পেশিশক্তি প্রদর্শন। সােভিয়েতদের একটি নৌবহর আগে থেকেই বঙ্গোপসাগরে। উপস্থিত ছিল, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির সূত্রে প্রয়ােজনীয় সামরিক সাহায্য দিতে তারা অঙ্গীকারবদ্ধ। ভারত মহাসাগরে দুই পরাশক্তি তাদের আণবিক অস্ত্র। নিয়ে একে অপরের মুখােমুখি হলে তার কী ভয়াবহ পরিণতি হতে পারে, তা বুঝতে অ্যান্ডারসনের বিলম্ব হয় না। কংগ্রেসকে না জানিয়ে, মার্কিন জনগণকে বিন্দুমাত্র । অবহিত না করে নিক্সন প্রশাসন তৃতীয় মহাযুদ্ধের মতাে এক পরিস্থিতি সৃষ্টি করতে চলেছে। এ কথা জানার পর চুপ করে থাকা অসম্ভব। কিন্তু শুধু মুখের কথার ওপর। ভিত্তি করে এমন একটি অভিযােগ তুললে তিনি বিপদে পড়বেন। ওয়াশিংটন পােস্ট পত্রিকাও তা ছাপতে অস্বীকার করতে পারে। তার ‘সাের্স’-এর কাছে কী প্রমাণ। আছে তা জানতে চাইলেন।
খানিকটা গররাজি হয়েই সেই সাের্স তাকে ওয়াশিংটন। স্পেশাল অ্যাকশন গ্রুপের বিভিন্ন বৈঠকের বিবরণী তুলে দিলেন। জ্যাক অ্যান্ডারসনের সেই ‘সাের্স যে ইয়ােম্যান র্যাডফোর্ড, সে কথা জানা যায় পরে, তথ্য পাচার নিয়ে প্রশাসনিক তদন্তের ফল হিসেবে। প্রেসিডেন্ট নিক্সনের নির্দেশে প্রথমে এফবিআই এবং পরে পেন্টাগন ও স্টেট ডিপার্টমেন্ট আলাদা আলাদা তদন্ত শুরু করে। সন্দেহ বর্তায় সেসব কর্মকর্তা ও কর্মচারীর ওপর, যারা হয় স্পেশাল গ্রুপের সভায় অংশ নিতেন অথবা সে সভার নথিপত্র পড়ার সুযােগ পেতেন। অত্যন্ত গােপনীয় হওয়ায় তেমন লােকের সংখ্যা ছিল। হাতেগােনা কয়েকজন। র্যাডফোর্ডের নাম যাতে কোনােভাবে ফাস না হয়, সে জন্য অ্যান্ডারসন সচেতন ছিলেন অন্যান্য সাংবাদিককে বা টিভির ক্যামেরায় যখন তিনি গােপন নথি দেখাতেন, সব হাতে লেখা নােট মুছে দিতেন বা ঢেকে রাখতেন। কিন্তু শেষ পর্যন্ত র্যাডফোর্ড নাম ফাঁস হয়ে যায় অ্যান্ডারসনের নিজেরই একটি ভুলে। সে কথায় যাওয়ার আগে র্যাডফোর্ডের সঙ্গে তার পারিবারিক যােগাযােগের একটি পরিচয় আমাদের জানা দরকার। অ্যান্ডারসন নিজেই তার স্মৃতিকথায় সে কথা সবিস্তারে জানিয়েছেন। র্যাডফোর্ড ও অ্যান্ডারসন পরিবার উভয়েই উটাহ অঙ্গরাজ্যের নাগরিক ও মরমােন ধর্মাবলম্বী। সেই সূত্রে তাদের পরিচয়। র্যাডফোর্ড একসময় ভারতে মার্কিন দূতাবাসে কর্মরত ছিলেন, তখন ভারতের প্রতি একধরনের নিবিড় ভালােবাসা গড়ে ওঠে। দিল্লিতে তার চাকরির সময় অ্যান্ডারসনের বাবা-মা বেড়াতে এলে র্যাডফোর্ডের সঙ্গে পরিচয় হয়।
দিল্লির চাকরি শেষে ওয়াশিংটনে পেন্টাগনে দায়িত্ব গ্রহণের পরও অ্যান্ডারসনের বাবা-মা র্যাডফোর্ডের সঙ্গে যােগাযােগ অব্যাহত রাখেন। যৌথ বাহিনীর প্রধানের সঙ্গে কিসিঞ্জারের দপ্তরের সমন্বয়কারী হিসেবে র্যাডফোর্ড দায়িত্বপ্রাপ্ত জানার পর অ্যান্ডারসন তার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। বাবা-মার উৎসাহে অ্যান্ডারসন র্যাডফোর্ডকে তার ওয়াশিংটনের বাসায় নৈশভােজে আমন্ত্রণ জানান। এরপর তাদের সম্পর্ক দ্রুত পারিবারিক বন্ধুত্বে গড়ায় অ্যান্ডারসনের স্ত্রী লিবি ও র্যাডফোর্ডের স্ত্রী টনির মধ্যেও ঘনিষ্ঠতা জন্মে। অ্যান্ডারসন ঝানু সাংবাদিক ছিলেন, কিন্তু গােয়েন্দাবৃত্তি তার পেশা নয়। সামরিক নথির গােপন সংকেত বােঝাও তার পক্ষে সহজ ছিল না। র্যাডফোর্ডের কাছ থেকে গােপন নথির তথ্য অবিকল তুলে ধরে তিনি শাের বাধিয়ে তােলেন বটে, কিন্তু সে কাজ করতে গিয়েই তিনি ঠকে গেলেন । ওয়াশিংটন স্পেশাল গ্রুপের বৈঠকে যারা অংশ নিতেন, তাঁদের অন্যতম ছিলেন অ্যাডমিরাল রবার্ট ওয়েল্যান্ডার। আগেই উল্লেখ করেছি তিনি যৌথ বাহিনী প্রধানের সঙ্গে কিসিঞ্জারের স্পেশাল গ্রুপের মধ্যে সংযােগকারীর দায়িত্ব পালন করতেন। ডিসেম্বরের শেষ নাগাদ জ্যাক অ্যান্ডারসনের একটি প্রতিবেদন পড়তে গিয়ে তার নজরে পড়ে ‘টারটার স্যাম’ এই শব্দ দুটি। অ্যান্ডারসন সেই প্রতিবেদনে সপ্তম নৌবহরে কোন কোন জাহাজ অন্তর্ভুক্ত আছে, তার একটি তালিকা দিয়েছিলেন। টারটার স্যাম সেই নৌবহরের অন্তর্ভুক্ত একটি নৌযান বলে অ্যান্ডারসন উল্লেখ করেন। তাঁর জানা ছিল না ‘টারটার স্যাম’ আসলে একধরনের ভূমি থেকে আকাশে নিক্ষেপযােগ্য ক্ষেপণাস্ত্র (সারফেস-টু-এয়ার মিসাইল)।
অ্যাডমিরাল ওয়েল্যান্ডার কিসিঞ্জারের কাছে লেখা এক মেমােতে সপ্তম নৌবহরে কোন কোন জাহাজ অন্তর্ভুক্ত আছে, তার তালিকা দেওয়ার সময় টারটার স্যামসহ’ কথাটি ব্যাখ্যা হিসেবে যােগ করেন। কী ধরনের ক্ষেপণাস্ত্র নৌবহরের সঙ্গে আছে, সে কথা বােঝানাের জন্যই তিনি সে কথা যুক্ত করেছিলেন। অ্যান্ডারসন সে কথা না বুঝেই। টারটার স্যামকে আরেকটি নৌযান হিসেবে ধরে নেন। | সে প্রতিবেদন পড়া মাত্রই অ্যাডমিরাল ওয়েল্যান্ডারের বুঝতে বাকি রইল না তার লেখা সেই মেমাে কে ফাস করতে পারে। চার্লস র্যাডফোর্ড সে সময় তার ব্যক্তিগত সহকারী, চিঠিটি তিনিই তাকে টাইপ করার পর কিসিঞ্জার ও নিরাপত্তা পরিষদের অপর সদস্য আলেকজান্ডার হেইগের কাছে পৌছে দিতে বলেছিলেন পরবর্তী সময়ে লেখক-জীবনীকার ওয়ালটার আইজ্যাকসনের সঙ্গে আলাপচারিতায় অ্যাডমিরাল ওয়েল্যান্ডার জানান, কিসিঞ্জার ও হেইগ ছাড়া একমাত্র র্যাডফোর্ড সে মেমাের কথা জানত । আর যে হােক, তারা দুজন সে মেমাে কোনাে সাংবাদিকের কাছে ফাস করবেন না দুয়ে দুয়ে যােগ করে তার সব সন্দেহ বর্তায় র্যাডফোর্ডের ওপর। নিরীহ ও গােবেচারা হলেও র্যাডফোর্ড ভারতের প্রতি আকৃষ্ট ছিলেন। তাঁর ওয়াশিংটনের বাড়িতে সে বছরও এক ভারতীয় ছাত্র আতিথ্য গ্রহণ করেছিল, এ কথাও ওয়েল্যান্ডারের জানা ছিল ফাঁস করা নথি নিয়ে পেন্টাগন তত দিনে অনুসন্ধান শুরু করেছে। ওয়েল্যান্ডারের কাছ থেকে র্যাডফোর্ডের নাম জানামাত্রই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেল। আইজ্যাকসন জিজ্ঞাসাবাদের বিবরণ দিয়ে লিখেছেন, একটানা সে জিজ্ঞাসাবাদ ছিল ভয়ংকর। র্যাডফোর্ডকে বিশ্বাসঘাতক বলা হলাে, তার বিশ্বাসঘাতকতার ফলে ভিয়েতনামে মার্কিন সেনার জীবন গেছে, এমন দাবিও করা হলাে। দীর্ঘ সময় সে জিজ্ঞাসাবাদ সহ্য করা র্যাডফোর্ডের পক্ষে অসম্ভব ছিল। তিনি কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু এ কথা স্বীকার করলেন না তাঁর হাত দিয়েই অ্যান্ডারসনের কাছে তথ্য পাচার হয়েছে। র্যাডফোর্ডের কথার সত্যতা যাচাইয়ের জন্য পলিগ্রাফ পরীক্ষাও নেওয়া হয়।
অ্যান্ডারসনের নাম না জানা গেলেও এই জিজ্ঞাসাবাদের ফলে অন্য যে সত্য বেরিয়ে আসে তা ছিল ভয়াবহ। র্যাডফোর্ড জানান, নিরাপত্তা পরিষদের বিভিন্ন গােপন নথিপত্র তিনি কপি করেছেন যৌথ বাহিনীর প্রধানের নির্দেশে। সেসব নথিপত্র তিনি তার কাছেই পৌছে দিয়েছেন। নিক্সন নিজে এই ঘটনা এভাবে বর্ণনা করেছেন : জিজ্ঞাসাবাদের ভেতর দিয়ে জানা গেল র্যাডফোর্ড বেশ কিছু সময় ধরেই জাতীয় নিরাপত্তা পরিষদের গােপন নথিপত্র কপি করছিল। পুড়িয়ে ফেলতে বলা হয়েছে এমন কাগজপত্রের বস্তা থেকে জেরস্ক বা কার্বন কপি সে খুঁজে বের করত। বার কয়েক সে কিসিঞ্জার ও হেইগের ব্রিফকেস থেকে নথিপত্র চুরি করে তা কপি করে রেখেছে। বার কয়েক সে কিসিঞ্জার ও চৌ এন লাইয়ের কথােপকথনের বিবরণও কপি করে রেখেছে। এসব কাগজপত্র সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌছে দিত। নিক্সনের এই নিরস বর্ণনা থেকে বােঝার উপায় নেই আসলে কী ঘটছিল। যৌথ বাহিনীর প্রধানের কাছে গােপন নথি পৌছে দেওয়ার তাৎপর্যই বা কী সে ঘটনার প্রায় ৩০ বছর পর, ২০০২ সালে নিক্সন প্রশাসনের বিভিন্ন গােপন দলিলপত্র উম্মুক্ত করার পর সে কথা স্পষ্ট হয়েছে। বস্তুত, র্যাডফোর্ড তার দুই উর্ধ্বতন কর্মকর্তা অ্যাডমিরাল ওয়েল্যান্ডার ও অ্যাডমিরাল রবিনসনের কাছে এসব কাগজ পৌঁছে দিতেন। তারা সেসব কাগজ তুলে দিতেন যৌথ বাহিনীর প্রধান অ্যাডমিরাল মােরেরের কাছে। র্যাডফোর্ড ছাড়াও আর যাদের নথিপত্র পাচার নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের অন্যতম ছিলেন অ্যাডমিরাল ওয়েল্যান্ডার। র্যাডফোর্ড যে নথিপত্র অ্যান্ডারসনকে পাচার করছেন, সে কথা ওয়েল্যান্ডারের কাছ থেকেই জানা যায়, কিন্তু সে কথা প্রকাশের সময় তিনি ভাবেননি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার ফলে আরও বড় এক গােপন খবর তার কাছ থেকে বেরিয়ে পড়বে। রেকর্ডকৃত এক স্বীকারােক্তিতে ওয়েল্যান্ডার জানান, অ্যাডমিরাল মােরেরের নির্দেশে জাতীয় নিরাপত্তা পরিষদ, বিশেষত কিসিঞ্জারের কার্যাবলির ওপর নজর রাখার জন্য অনেক দিন থেকেই নথিপত্র সরানাে হচ্ছে।
এ কথার অর্থ হলাে যৌথ বাহিনীর প্রধান ও তাঁর ঘনিষ্ঠ মিত্ররা হােয়াইট হাউসের ওপর গুপ্তচরবৃত্তি করছিলেন। জিজ্ঞাসাবাদের সময় ওয়েল্যান্ডার স্বীকার। করেন, তার পূর্বসূরি অ্যাডমিরাল রবিনসনের সময় থেকেই এই গুপ্তচরবৃত্তির শুরু এই নিয়ে কোনাে প্রশ্ন তিনি উত্থাপন করেননি, কারণ তাঁর উর্ধ্বতন কর্মকর্তা, যৌথ বাহিনীর প্রধান স্বয়ং এই নথিপত্র সংগ্রহে আগ্রহী ছিলেন কিন্তু কেন? পরবর্তী সময়ে উম্মুক্ত নথিপত্র ও স্বীকারােক্তি থেকে এ কথা স্পষ্ট হয় যে। মার্কিন সামরিক প্রশাসন নিক্সন ও তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিসিঞ্জারের বিদেশ নীতির ব্যাপারে মােটেই সস্তুষ্ট ছিল না। তারা সবচেয়ে বিরক্ত ছিলেন। চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে। সােভিয়েত ইউনিয়ন ও কমিউনিস্ট চীনের। সঙ্গে কোনাে রকম সম্পর্কোন্নয়নের বিরুদ্ধে মার্কিন সামরিক প্রশাসন। আদর্শগতভাবে ঐক্যবদ্ধ ছিল। অ্যাডমিরাল মােরেরের নির্দেশে ১৯৭০-এর মাঝামাঝি থেকে ১৯৭১-এর ডিসেম্বর পর্যন্ত হােয়াইট হাউসের বিরুদ্ধে মােট ১৩ মাস এই গােপন গুপ্তচর চক্র সক্রিয় ছিল। কোনাে কোনাে লেখক যৌথ বাহিনী। প্রধানের হােয়াইট হাউসের ওপর এই গুপ্তচরবৃত্তিকে একধরনের সামরিক অ্যুত্থানের চেষ্টা’ বলে অভিহিত করেছেন। যেমন মনটানা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক জোয়ান হফ। তিনি লিখেছেন, অ্যাডমিরাল মােরের এবং তার সহকর্মীরা এই ধারণা পােষণ করতেন যে চীন ও সােভিয়েত ইউনিয়নের সঙ্গে। সংলাপের মাধ্যমে নিক্সন প্রশাসন কমিউনিজমের প্রতি তাদের নমনীয় মনোেভাব প্রদর্শন করছেন। ভিয়েতনাম থেকে সরে আসার কোনাে কূটনৈতিক উদ্যোগেরও তারা বিরােধী ছিলেন।
এই কট্টরবাদীদের অন্যতম ছিলেন মার্কিন নৌবাহিনীর চিফ অব নেভালাে অপারেশন এলমাে জুমওয়ালট। ১৯৭৬ সালে প্রকাশিত তাঁর স্মৃতিকথা ‘অন ওয়াচ’ গ্রন্থে তিনি খােলামেলাভাবেই নিক্সন ও কিসিঞ্জারকে কমিউনিজমের প্রতি নমনীয়, সেই হেতু মার্কিন স্বার্থের পরিপন্থী বলে অভিহিত করেছেন। অ্যাডমিরাল জুমওয়ালট লিখেছেন : নিক্সন প্রশাসনের নীতি-নির্ণয় পদ্ধতি ও তাদের অসম্মানজনক দৃষ্টিভঙ্গি ওতপ্রােতভাবে সম্পৃক্ত তারা মার্কিন জনগণের দেশপ্রেম ও বুদ্ধিমত্তায় অবিশ্বাসী ছিলেন, কংগ্রেস যে শাসনতান্ত্রিকভাবে দায়িত্বপ্রাপ্ত, তারা সে কথাও অস্বীকার করতেন। নিক্সন প্রশাসনের দৃষ্টিভঙ্গি আচ্ছন্ন ছিল হেনরি কিসিঞ্জারের বিশ্ববীক্ষা দ্বারা আর সে বিশ্ববীক্ষার মূলকথা ছিল ইতিহাসের চাকা সােভিয়েত ইউনিয়নের পক্ষে, সেদিন দূরে নয় যখন সােভিয়েত ইউনিয়নই হবে বিশ্বের একমাত্র পরাশক্তি আর মার্কিন যুক্তরাষ্ট্র হবে একটি হেরে-যাওয়া জাতি। এই সম্ভাবনা ঠেকানাের জন্য যে আত্মবিশ্বাস ও মানসিক শক্তি দরকার, আমেরিকানদের তা নেই। অতএব, নীতিনির্ধারকেরা একমাত্র যা করতে পারেন তা হলাে দেশের মানুষের কাছ থেকে সম্ভাব্য পরিণতি লুকিয়ে রাখা এবং সময় থাকতে থাকতে সােভিয়েত ইউনিয়নের সঙ্গে সমঝােতা চুক্তি স্বাক্ষর করা। নিক্সন প্রশাসনের রাজনৈতিক ও সামরিক নীতি এই বিশ্ববীক্ষা থেকেই পরিচালিত হতাে প্রেসিডেন্ট নিক্সন নিজে এ সিদ্ধান্তে পেীছে থাকুন বা কিসিঞ্জারের প্রভাবে তা গ্রহণ করে থাকুন, এটাই যে তার দৃষ্টিভঙ্গি ছিল। সে ব্যাপারে আমার কোনাে সন্দেহ নেই। সামরিক অভ্যুত্থানের কথা জানার পরও নিক্সন ও তার ঘনিষ্ঠ উপদেষ্টারা এ নিয়ে কোনাে উচ্চবাচ্য করার বিপক্ষে ছিলেন। ২১ ডিসেম্বর ১৯৭১-এ প্রথম নিক্সন এই গুপ্তচর চক্রের তথ্য জানতে পারেন।
সেদিন হােয়াইট হাউসে এ নিয়ে কথা বলেন তাঁর নিকট সহকর্মী উধ্বতন উপদেষ্টা এহরিশম্যান, হােয়াইট হাউসের চিফ অব স্টাফ বব হালডেরম্যান ও অ্যাটর্নি জেনারেল জন মিচেল। ওয়েস্ট ভার্জিনিয়ার মাউন্টেন স্টেট ইউনিভার্সিটির নিক্সন হােয়াইট হাউসে রেকর্ডকৃত সেই কথােপকথনের কিছু টেপ সর্বসাধারণের জন্য প্রকাশ করেছে। তা থেকে বােঝা যায় নিক্সনের সহকর্মীরা কেউ চান না বিষয়টি নিয়ে খুব ঘাঁটাঘাঁটি হােক। হােয়াইট হাউসের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি সর্বোচ্চ মাত্রার গর্হিত অপরাধ । জন মিচেল নিক্সনের এ কথার সঙ্গে একমত হন, কিন্তু তিনি প্রেসিডেন্টকে মনে করিয়ে দেন, এ নিয়ে ঘাটাঘাটি হলে যৌথ বাহিনীর প্রধানকে টেনে আনা হবে। রাজনৈতিকভাবে সেটি খুবই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে। তার পুনর্নির্বাচনে সেটি বিপক্ষ ডেমােক্র্যাটদের হাতে একটি শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে। নিক্সন সে যুক্তির সঙ্গে একমত হলেন। তাঁর আরও ভয় ছিল, হােয়াইট হাউস ও সামরিক নেতৃত্বের ভেতর কোনাে রকম দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, এ কথা তথ্যমাধ্যম জানতে পারলে মার্কিন সামরিক স্বার্থে বড় রকমের আঘাত আসতে পারে। তা ছাড়া চীন ও সােভিয়েত ইউনিয়নের সঙ্গে বড় ধরনের কূটনৈতিক সাফল্য তিনি আশা করছেন, যা তার পুনর্নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন এই গুপ্তচর চক্রের খবর জানাজানি হলে বড় ধরনের বিপর্যয়ের কারণ ঘটবে।
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোেগ সত্ত্বেও শেষ পর্যন্ত উচ্চপদস্থ কোনাে সামরিক কর্মকর্তা এ ঘটনার জন্য শাস্তি ভােগ করেননি। নিক্সনের নির্দেশে পুরাে ব্যাপারটি ধামাচাপা দেওয়া হয়। একই কারণে র্যাডফোর্ডের বিরুদ্ধেও কোননা ব্যবস্থা নেওয়া হয়নি। প্রেসিডেন্টের নির্দেশে তাকে বদলি করে ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রত্যন্ত অঞ্চলে পাঠানাে হয়। নিক্সন তার স্মৃতিকথায় লিখেছেন, র্যাডফোর্ড কিসিঞ্জারের সঙ্গে বিদেশে অনেক জায়গায় গেছে, অত্যন্ত গগাপনীয় খবর তার নখদর্পণে ছিল। সেসব যদি ফাঁস হয়ে যায় তাহলে চীন ও উত্তর ভিয়েতনামের সঙ্গে যে আলাপ-আলােচনা চলছিল, তা ভণ্ডুল হয়ে যেতে পারত। এমন একজনের বিচারকার্য শুরু হলে তা হতাে এক টাইম বােমা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা র্যাডফোর্ড কতটুকু জানতেন, জানি না। তবে এটুকু জানি, বঙ্গোপসাগর অঞ্চলে নিক্সন-কিসিঞ্জার চক্রের পাঁয়তারায় আণবিক যুদ্ধের সম্ভাবনায় তিনি উদ্বিগ্ন হয়েছিলেন। নিক্সন-কিসিঞ্জার চক্র সে সময় যে গভীর চক্রান্তে লিপ্ত ছিল, যার ফলাফলে আণবিক যুদ্ধের মতাে ভয়াবহ ঘটনা ঘটতে পারত, তা ফাঁস করে একটি গভীর মানবিক দায়িত্ব তিনি পালন করেছেন। তার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ সাংবাদিক জ্যাক অ্যান্ডারসনের কাছেও। ১৯৭১-এ মার্কিন প্রেসিডেন্ট ও তার মহাপরাক্রমশালী জাতীয় নিরাপত্তা উপদেষ্টার | গােপন চক্রান্ত যে শেষ পর্যন্ত আমরা জানতে পারি, অ্যান্ডারসনের ব্যক্তিগত সাহস ও নীতিবােধ ছাড়া তা অসম্ভব ছিল। একাত্তরের বাংলাদেশকে ঘিরে নিক্সনকিসিঞ্জার জোটের গােপন চক্রান্ত বিষয়ে তার প্রতিবেদনের জন্য জ্যাক অ্যান্ডারসন ১৯৭২ সালে পুলিৎজার পুরস্কার পান।
তথ্যসূত্র
১. রিচার্ড নিক্সন, মেমােয়ার্স অব রিচার্ড নিক্সন, ১৯৯০, পৃ. ৫৩২
২. জ্যাক অ্যান্ডারসন, পিস, ওয়্যার অ্যান্ড পলিটিক্স, ১৯৭৬, পৃ. ১৮২
৩, ওয়ালটার আইজ্যাকসন, কিসিঞ্জার, এ বায়ােগ্রাফি, ২০০৫, পৃ. ৩৮০ ও ৩৮৪
৪. রিচার্ড নিক্সন, পৃ. ৫৩২। ৫, এলমাে জুমওয়ালট, অন ওয়াচ, ১৯৭৬, পৃ. ভূমিকা ১৯
৬. দেখুন : http://www.nixonera.com
সূত্র : একাত্তর যেখান থেকে শুরু – হাসান ফেরদৌস, সময় প্রকাশনী,২০১৬