২৪ জুলাই ১৯৭১ঃ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আরউইন এবং সিনেটর স্টুয়ার্ড সাইমিংটন সিনেটে কমিটিতে বলেন।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জন আরউইন সিনেটর হিরাম ফং এর সহিত একমত পোষণ করে ভারতে বাংলাদেশের শরণার্থী প্রসঙ্গে সিনেটের বিচার বিভাগীয় সাব-কমিটিতে বলেন, সীমান্তে সংঘর্ষ ভারতে আশ্রিত শরণার্থীদের প্রত্যাবর্তনে সমস্যা হচ্ছে। শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন কাজ ত্বরান্বিত করার জন্য পূর্ব-পাকিস্তান ভারত সীমান্তে জাতিসংঘের পর্যবেক্ষক দল মোতায়েনের প্রস্তাবকে পাকিস্তান স্বাগতজানিয়েছে কিন্তু ভারত তা গ্রহণ করেনি। এ কমিটির অপর সদস্যরা হলেন এডওয়ার্ড কেনেডি এবং চার্লস মেথিয়াস। অপরদিকে মার্কিন সিনেটর স্টুয়ার্ড সাইমিংটন সিনেটে বলেছেন যুক্তরাষ্ট্র পাকিস্তানে অস্র সরবরাহের চুক্তি বাতিলের ক্ষমতা থাকা সত্ত্বেও তাহা বাতিল না করে পাকিস্তানে অস্র সরবরাহ করা হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন চুক্তি বাতিলের জন্য গত এপ্রিলে এবং মে মাসে তিনি পররাষ্ট্র মন্ত্রনালয়কে জানিয়েছিলেন।