২৩ জুলাই ১৯৭১ঃ তিন বাহিনী প্রধানের সাথে জগ জীবন রামের বৈঠক এবং লোকসভায় আলোচনা।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাম পাকিস্তানের সামরিক আক্রমনের হুমকি এবং পাক জঙ্গি বিমানের ভারতীয় আকাশ সীমা লঙ্ঘনের পরপরই তিন বাহিনী প্রধানের সাথে এক অনির্ধারিত বৈঠকে মিলিত হন। পরে লোকসভায় তিনি বলেন পরবর্তীতে আকাশ সীমা লঙ্ঘন করলে কোন পাকিস্তানী জঙ্গি বিমানকে আর ফিরে যেতে দেয়া হবে না। গুলি করে ভুপাতিত করার জন্য নির্দেশ এরই মধ্যে দেয়া হয়ে গেছে। তিনি সদস্যদের আশ্বস্ত করে বলেন শুধু পাকিস্তান নয় চীনের আক্রমন প্রতিরোধ করার মত শক্তি ভারতের রয়েছে। তিনি বলেন তার সরকার অবহিত হয়েছে যে পশ্চিম সিমান্তে পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতি রয়েছে। তিনি বলেন ২৫ মার্চের আগেই কয়েকজন চীনা সামরিক প্রশিক্ষক পূর্ব পাকিস্তানে অবস্থান করছেন। তিনি বলেন নেঘালয় সীমান্তের ডাউকিতে পাকিস্তানী বাহিনী গোলাগুলি শুরু করলে ভারতীয় সেনাবাহিনীও জবাব দিয়েছে।