২৩ জুলাই ১৯৭১ঃ সৈয়দ বদরুজ্জামান (এসবি জামান) বলেন
পশ্চিম পাকিস্তান সফররত কিশোরগঞ্জের বাজিতপুর হতে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় প্রাদেশিক পরিষদ সদস্য সৈয়দ বদরুজ্জামান পিপিআই এর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন বিলুপ্ত আওয়ামী লীগের কোন সদস্য অন্য কোন দলে যোগ দেবে না। তিনি বলেন সরকার আওয়ামী এমপি দের অযোগ্য ঘোষণার পর যোগ্য দলীয় সদস্যরা একটি সম্মেলন আহবান করবেন এবং সেখানে তাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবেন। তিনি বলেন দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসার পরপরই ক্ষমতা হস্তান্তর করা উচিত। তিনি দেশের দু অংশে এক সাথেই ক্ষমতা হস্তান্তর করা উচিত। ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে প্রেসিডেন্ট এর সদিচ্ছাকে তিনি স্বাগত জানান। তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতীয় হস্তক্ষেপের নিন্দা করেন। তিনি বলেন আওয়ামী লীগ পরবর্তী উপ নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সক্ষম হবে।