You dont have javascript enabled! Please enable it! 1971.11.17 | আবার রাজধানীর উপর পাক কামানের গােলাবর্ষণ | ত্রিপুরা - সংগ্রামের নোটবুক

আবার রাজধানীর উপর পাক কামানের গােলাবর্ষণ

গভীর রাত্রিতে আগরতলা শহরের বুকে কামানের গােলায় নিহত এক আহত সাত আগরতলা ১৭ নভেম্বর। নিশীথ রাত্রি ১৫ নভেম্বর অতিক্রান্ত মােলই নভেম্বর প্রথম প্রহর অতিক্রম করিয়া দ্বিতীয় প্রহরে প্রবেশ করিয়াছে মাত্র পাঁচ মিনিট আগে। রাজধানী আগরতলা মিঠে কড়া শীতের আমেজে গভীর নিদ্রামগ্ন। একমাত্র পাওয়ার হাউসের একঘেয়ে থ্যাকর থ্যার আওয়াজ ছাড়া শহর ও শহরতলীতে পরিপূর্ণ স্তব্ধতা বিরাজমান। হঠাৎ একে একে কয়েকটি বিকট কামান গর্জনে দ্রিা ও স্তব্ধতা ভাঙ্গিয়া গেল। কামানের গােলা পড়িল মধ্যপাড়াকে কেন্দ্র করিয়া শহরের বক্ষস্থলে আখাউড়া রােডে একটি দোকানে ও প্রখ্যাত জহুরীর বাসভবনে, মন্ত্রীবাড়ি রােডে প্রসিদ্ধ বস্ত্র ব্যবসায়ীর বাড়িতে শৌচাগারে, জগন্নাথ বাড়ি রােডের রাস্তার এ পাশে ওপাশে দুইটি বাড়িতে, শকুন্তলা রােডে সরকারি কোয়ার্টারে এবং মধ্যপাড়ায় পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মার বহির্বাটিতে ও উহার পাশে আর একটি বাড়ির অলিন্দে। জগন্নাথ বাড়ি রােডের রাস্তার পশ্চিম তীরে দৈনিক সংবাদ পত্রিকা অফিস সংলগ্ন বাড়িতে পতিত গােলার স্প্রিন্টারের আঘাতে একটি মহিলা ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই মারা যায়। মােট সাতজন বিভিন্ন স্থানে অল্প বিস্তর আহত হইয়াছে; তন্মধ্যে দুই জনের আঘাত গুরুতর। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তাহাদিগকে হাসপাতালে নেওয়া হয়। পণ্ডিত গঙ্গাপ্রসাদ শর্মার বহির্বাটিতে গােলা পতনের ফলে ১০ ফুট ব্যাস ৫-৬ ফুট গভীর গর্ত সৃষ্টি হইয়াছে। গর্তের মাটি উৎক্ষিপ্ত হইয়া বিশ-পঁচিশ হাত দূরে যাইয়া গৃহের চালে পর্যন্ত পতিত হইয়াছে। এই গর্ত এবং উহার মধ্যে প্রাপ্ত গােলার টুকরা প্রমাণ করে যে, আশি পাউন্ডার কামান ব্যবহার করা হইয়াছে। বিশেষজ্ঞ সূত্র হইতে বলা হইয়াছে সাঁজোয়া বাহিনীর এই কাজ। সঙ্গে সঙ্গে দ্রুত পাল্টা এমন জবাব দেওয়া হয় যে, ক্ষণিকের মধ্যে পাক গােলন্দাজরা স্তব্ধ হইয়া যায়। প্রিন্টারের আঘাতে মধ্যপাড়া অঞ্চলে বৈদ্যুতিক তার ছিন্নভিন্ন। হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়।
আগরতলা শহরের উপর পাক কামানের গােলাবর্ষণে ইহা দ্বিতীয় কিস্তি। প্রথম কিস্তিতে অনুরূপ গােলা পড়ে গত ২৪ অক্টোবর বনমালীপুর শিবনগর অঞ্চলে। ঐ গুলিতে নিহতের সংখ্যা ছিল পাঁচ। পুরবাসীদের মধ্যে সামরিক চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দিলেও সর্বত্র প্রায় স্বাভাবিক অবস্থা বিরাজ করিতেছে। অস্বাভাবিকতা পরিলক্ষিত হইয়াছে সরকারি দপ্তরসমূহে। গতকাল ১৬ নভেম্বর কোনাে অফিসে শতকরা দশভাগ কাজ হয় নাই কর্মচারীরা অফিসে বৈঠক চালাইয়াছে।

সূত্র: ত্রিপুরা
১৭ নভেম্বর, ১৯৭১
৩০ কার্তিক, ১৩৭৮