আমি সিরাজুল আলম খান এর ভুল গুলো ৪০ঃ আসম রবের কলকাতা উপস্থিতি
আসম রব বলেছেন তিনি মে মাসের প্রথম দিকে আগরতলা থেকে কলকাতা যান। সেখানে তিনি শাহজাহান সিরাজ ছাড়া বাকীদের সেখানে খুজে পান তারপর আবার আগরতলা চলে আসেন। তা হলে কি আন্তজার্তিক মিডিয়ায় প্রচারিত সংবাদ চিত্র প্রচার মিথ্যা। একটি বার্তা সংস্থার ধারন করা ১২ এপ্রিলের ভিডিও চিত্রে কলকাতায় রবের অবস্থান দেখা যাচ্ছে। ভিডিও টেক্সট এ রবকে সিদ্দিকি, সিদ্দিকিকে রব বলা হয়েছে। (এ ভিডিওটি আগে ভুল ক্যাপশনে আমার আইডি থেকে পোস্ট হয়েছিল) এদিনের প্রস্তুত করা বিবৃতিটি আগরতলার পত্রিকায় ১৯ এপ্রিল প্রকাশ হয়েছিল। একাত্তরে আগরতলা বইয়ে আগরতলায় অবস্থানকারী সকল নেতৃবৃন্দের নাম আছে শুধু তাই না কে কোথায় অবস্থান করছেন কে কোথায় খাচ্ছেন সে কথাও আছে। আগরতলায় অবস্থানকারী ৩৫ নেতার মধ্যে মাখন, খালেদ মোহাম্মদ আলীর নাম আসলেও রবের নাম নাই। রব দেশেও ছিলেন না, আগরতলায়ও ছিলেন না কলকাতা থেকে পরে দায়িত্ব নিয়ে আগরতলা এসেছিলেন।